হুমায়ুন কবির, সাভার :
ইংরেজি ভাষা শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে আগামী ৫ ও ৬ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫”। টিসোল সোসাইটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং ইউ.এস. এম্বাসি ঢাকার আমেরিকান সেন্টার।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ বিশ্বের দশটিরও বেশি দেশের ভাষা বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষাবিদ। এবারের প্রতিপাদ্য— “বিভেদ দূরীকরণ: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক রূপান্তরের যুগে মানব-কেন্দ্রিক ভাষা শিক্ষা”—যা ভাষা শিক্ষায় প্রযুক্তি ও মানবিকতার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করছে।
সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ম্যানচেস্টার ইনস্টিটিউট অব এডুকেশনের অনারারি সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক ড. গ্যারি মোটেরাম, পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ মূল বক্তা হিসেবে অংশ নেবেন।
প্রাক-সম্মেলন আয়োজন (প্রি-কনফারেন্স ইভেন্ট) অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর, যেখানে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও গবেষকরা “ভাষা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা” বিষয়ে তাঁদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবেন কুইক-ফায়ার রাউন্ডে।
ইতোমধ্যে সম্মেলনটি ঘিরে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত প্রায় ৪০০টি গবেষণাপত্র জমা পড়েছে, যেগুলোর মধ্য থেকে নির্বাচিত প্রবন্ধগুলো টিসোল সোসাইটি অব বাংলাদেশের বিশেষ জার্নালে প্রকাশ করা হবে।
আজ সোমবার (২০ অক্টোবর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আমিনুল ইসলাম হলে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সম্মেলনের বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাইদুর রহমান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এ. এম. এম. হামিদুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও স্কুল শিক্ষা বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শমরেশ সাহা, এবং ইংরেজি বিভাগের প্রধান ও সম্মেলনের সহ-আহ্বায়ক ড. এহাতাশাম উল হক ইতেন।
উপাচার্য ড. এম আর কবির বলেন, “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময়ই আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই সম্মেলন সেই ধারাবাহিকতারই অংশ।”
আয়োজক টিসোল সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এ সম্মেলন ইংরেজি ভাষা শিক্ষাকে সামাজিক সংহতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বৈশ্বিক বোঝাপড়ার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply