নিজস্ব প্রতিবেদক, নওগাঁ | নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) রাতে জেলার বদলগাছী থানাধীন ঝিঝিপুর মিনি স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এসময় আসামি আব্দুল্লাহর (২৪) সাথে থাকা লাগেজ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে তাকে সহায়তার অভিযোগে জলিল মন্ডল (৫০) নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ যশোর জেলার শার্শা থানার কদমতলা এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে এবং জলিল মন্ডল নওগাঁর বদলগাছী থানার লক্ষিকুল গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জনৈক ছগিরের (৪৬) পৃষ্ঠপোষকতায় তারা পিরোজপুর থেকে এই মাদক বহন করে নিয়ে আসে। নওগাঁর বদলগাছী এলাকায় বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় পলাতক ছগিরসহ তিনজনের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply