1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ভুয়া MBBS ডাঃ ও আওয়ামী নেতা হামিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই – মোহাম্মদ আইয়ুব খান  যশোর খুলনা ও কপিলমুনিতে এডুকেশন এক্সপো- ২৫ মেলাতেই মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সাভারে সন্ত্রাসী জাকির বাহিনীর হামলায় নিহত ১, আহত ৮ — আতঙ্কে স্থানীয়রা আত্রাই সাংবাদিক পরিচয়ে অফিস-আদালত দাপিয়ে বেড়াচ্ছে আ.লীগ নেতারা আগামীতে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ – মোহাম্মদ আইয়ুব খান  আত্রাই ছিনতাইয়ের নাটক সাজিয়ে ধরা খেলো আ.লীগ নেতা টিসোল বিডি-ডিআইইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৫: ভাষা শিক্ষায় মানবিক মূল্যবোধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নারী চোর আটক আত্রাই দিনমজুর থেকে কোটিপতি, আলোচিত আ.লীগ নেতা হাসান মেম্বার গ্রেফতার

হেমায়েতপুরে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

হুমায়ুন কবির :
সাভারের হেমায়েতপুরের গোয়ালপাড়া এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। বর্তমানে তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—স্থানীয় বিএনপি নেতা মো. বাহারাইন ওরফে বাহারন বাদশা (৪৫), তার ভাতিজা নাঈম (৩৫) এবং গ্যারেজ ম্যানেজার সিফাত (২৫)।
অভিযোগকারী বাহারন বাদশা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার ভাতিজা নাঈমের অটো গ্যারেজের সামনে দুজন যুবক মাতাল অবস্থায় এসে চাঁদা দাবি করে এবং জোরে হর্ন বাজাতে থাকে। চাঁদা দিতে অস্বীকার এবং হর্ন বাজানো বন্ধ করতে বললে তারা ম্যানেজার সিফাতকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় বাধা দিতে গেলে তারা নিজেদের মোশারফ বাহিনীর লোক পরিচয় দিয়ে সরে যায়।
পরে কিছুক্ষণের মধ্যেই মোশারফের ছোট ভাই রাসেলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজে ভাঙচুর চালায় এবং তিনজনকে পিটিয়ে গুরুতর জখম করে।
আহতদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাহারন বাদশা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে হেমায়েতপুরে মোশারফ বাহিনীর কাছে আমরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ জিম্মি হয়ে আছি। একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি হয়েও তারা প্রকাশ্যে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।”
আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকাবাসী ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, মোশারফ ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জুট ব্যবসায় আধিপত্য বিস্তার করে আসছে। প্রশাসনের নীরব ভূমিকার কারণে সাধারণ মানুষ দিন দিন আতঙ্কিত হয়ে পড়ছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :