সাভার প্রতিনিধি : সংখ্যালঘু সহ কারো বাড়ি ঘরে হামলা চালালে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন সাভারের সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দীর্ঘ ১৫ বছর পর এই প্রথম সাভারের কোন পথসভায় বক্তব্য দিতে দেখা গেছে সাবেক এই সাংসদকে। কয়েক ডজন মামলার আসামি হয়ে দীর্ঘ ১৫ বছর অনেকটা পলাতক জীবন যাপন করেছেন সাবেক এই সাংসদ।
শুক্রবার ( ০৯ আগষ্ট) সাভারের কলমা এলাকায় পথসভায় বক্তব্য দানকালে আপ্লুত হয়ে পরেন সাবেক সাংসদ ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
প্রায় ১৫ মিনিটের আবেগ ঘন বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, গণতান্ত্রিক ও সুশৃংখল রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। তিনি বলেন শুধু মাত্র একটি দলের রাজনীতি করার অপরাধে বিনা দোষে মামলা হামলায় পরতে হয়েছে। আমরা যারা বিএনপির রাজনীতি করছি এই ১৫টি বছরের একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। রাজনীতি করা কি অপরাধ ? আমি একটা দলকে পছন্দ করি না তাই বলে কি তাদের সমালোচনাও করতে পারবোনা ? শুধুমাত্র দল করার অপরাধে কি পুলিশ কাউকে বিনা অপরাধে গারদে ভরে রাখতে পারে ? গতো ১৫টি বছরে এই দেশে গণতন্ত্র ছিলো পুরোপুরি অনুপস্থিত। এখন ছাত্র জনতার গনঅভ্যুত্থানে দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমার আপনার সবার।
বক্তব্যে সালাউদ্দিন বাবু ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শত শত ছাত্র জনতার আত্মত্যাগ গোটা জাতীকে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের সুযোগ করে দিয়ে গেছে বলেও মন্তব্য করেন বাবু।
সালাউদ্দিন বাবু বলেন,দীর্ঘ ১৫ টি বছর মানুষ ভোটের অধিকার হারিয়েছে, আমরা এবার মাঠে নেমেছি মানুষের ভোটের অধিকার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরবোনা। এই রাষ্ট্রকে যারা অকার্যকর করতে চেয়েছিল, যারা এই প্রিয় মাতৃভূমিকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল, যারা ধরে ধরে আলেম সহ সাধারণ মানুষদের নির্যাতন করেছিল,বিনা অপরাধের ফাঁসি দিয়েছিল আমরা তাদের বিচার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবো।
তিনি আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের প্রশংসা করে বলেন, সাধারণ ছাত্রছাত্রীরা সাভারসহ গোটা দেশের রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনাগুলো যেভাবে পরিষ্কার করছেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করছেন,ট্রাফিক সিস্টেম পরিচালনা করছেন তা সত্যিই প্রশংসার। গোটা জাতি এই ছাত্র-ছাত্রীদের ঋণ কখনো শোধ করতে পারবে না। আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সেইসব বীরদের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন,সাভার থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ সহ আরো অনেকে।
Leave a Reply