সাভার প্রতিনিধি : বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যথাযথ ব্যবহার বাড়ানোর গুরুত্ব বুঝাতে সাভারের রাজাশন এলাকার আলহেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আলহেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত হলো এই বিজ্ঞান মেলা।
স্কুলটির কোমলমতি শিক্ষার্থীরা যেন আজ পরিণত হয়েছিল একেকজন ক্ষুদে বিজ্ঞানীতে।
বৃহস্পতিবার সাভারে রাজাসন আলহেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে আয়োজিত বিজ্ঞান মেলার স্টলে উপস্থিত ছিলো অভিভাবকগণও । মেলায় অংশ নিয়েছিলো নার্সারী থেকে ১০ম শ্রেণীর শিক্ষাথীরা।
আল হেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আই আই টি বিভাগের শিক্ষক প্রফেসর আক্কাস আলী , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষক আওলাদ হোসেন প্রমূখ। ফিতা কেটে বিজ্ঞান মেলার মূল উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠিত বিজ্ঞান মেলার স্টলগুলো পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন অতিথিবৃন্দ।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই ও শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা। কোমলমতি শিশুদের বিজ্ঞান চর্চা ও বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
Leave a Reply