সাভার প্রতিনিধি :
বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এ সময় তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন ও বিএনপিকে নিয়ে একটি কুচক্রী মহল নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র বিএনপি’র লাখো কোটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। আজ রবিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য এবং জনগণকে সচেতন, জনসংযোগ ও ধানের শীষের ভোট প্রচারণার সময় এই মন্তব্য করেন ঢাকা জেলা যুবদল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ নং এবং ৯ নং ওয়ার্ডে উক্ত কর্মসূচি পালন করেন। এসময় স্থানীয় বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি পালিত হয়।
Leave a Reply