নিজস্ব প্রতিবেদক:ঢাকার আশুলিয়ায় এক গৃহবধূর বিরুদ্ধে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে স্বামীর ঘর থেকে নগদ টাকা ও একটি স্মার্ট ফোন স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী স্বামী মো. রাজু আহম্মেদ আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ইসলামী শরীয়ত মোতাবেক পারিবারিকভাবে মোছা. হাবিবা সুলতানার (২২) সাথে রাজু আহম্মেদের বিয়ে হয়। রাজু আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে উত্তরা একটি বাইং হাউজে চাকরি করেন। বিয়ের পর থেকেই হাবিবা তার অবাধ্য চলাফেরা শুরু করেন এবং তুচ্ছ ঘটনায় রাজুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
রাজুর অভিযোগ, তার স্ত্রী হাবিবা জনৈক মো. আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। বিষয়টি জানাজানি হলে রাজু বাধা দিলে হাবিবা ও তার পরকীয়া প্রেমিক আনোয়ার মিলে তাকে প্রাণনাশের হুমকি দেন।
গত ২৫ ডিসেম্বর বিকেলে রাজু বাসায় না থাকার সুযোগে হাবিবা তার পরকীয়া প্রেমিকের প্ররোচনায় ঘর থেকে নগদ ৫৫ হাজার টাকা, প্রায় ২.৫ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ৪.৫ লক্ষ টাকা) টাকাসহ রুমের মূল্যবান আসবাবপত্র বিক্রি করে দিয়ে আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান।
ভুক্তভোগী রাজু আরও জানান, বর্তমানে হাবিবা ও তার প্রেমিক আনোয়ার একসঙ্গে থাকেন এবং মোবাইল ফোনের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে মামলা ও জেল খাটানোর হুমকি প্রদান করছেন। এই পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজু ও তার পরিবার।
আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply