খুলনা প্রতিনিধি: মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য খুলনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী “এডুকেশন এক্সপো–২০২৫”। শুক্রবার সকালে নগরীর হোটেল ক্যাসেল সালামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজক সংস্থা ‘ফর ইউ এডুকেশন’–এর প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। এর মধ্যে মালয়েশিয়া শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। উন্নত মানের শিক্ষা, আধুনিক ক্যাম্পাস সুবিধা এবং তুলনামূলক স্বল্প খরচে পড়াশোনার সুযোগ শিক্ষার্থীদের আকৃষ্ট করছে দেশটিতে।
আয়োজকরা জানান, মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলোর সুযোগ–সুবিধা, ভর্তির প্রক্রিয়া, বৃত্তি এবং জীবনযাপন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরাই ছিল এ এক্সপোর মূল উদ্দেশ্য। দিনব্যাপী আয়োজনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং সরাসরি পরামর্শ গ্রহণ করেন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে।
এডুকেশন এক্সপোর সমাপনী অনুষ্ঠান আগামী শনিবার (১ নভেম্বর) খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সমাপনীতে ২০২৬ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে একটি লাইভ র্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপসহ নানা পুরস্কার।
শিক্ষার্থীদের মতে, এমন উদ্যোগ বিদেশে পড়াশোনার স্বপ্নপূরণে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
Leave a Reply