নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার খোলাপাড়া গ্রামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া চিকিৎসা ও রোগীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ নয়ন ফয়েজী (২৫), পিতা শেখ ফয়েজ, সাং-রাতোয়াল, থানা রানীনগর, জেলা নওগাঁ শনিবার (১ নভেম্বর) আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে নয়ন ফয়েজী চিকিৎসা গ্রহণের জন্য খোলাপাড়া গ্রামের “মেসার্স বানজু মেডিক্যাল স্টোর” নামক ফার্মেসিতে যান। ওই দোকানে কর্মরত পল্লী চিকিৎসক পরিচয়দানকারী হামিদুল ইসলাম হামিদ (৫০), পিতা মৃত বাহার উদ্দিন, তাকে চিকিৎসা সেবা দেওয়ার নামে ইসিজি করেন। তবে রোগ নির্ণয় না করেই ভুয়া চিকিৎসা প্রদান করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
নয়ন ফয়েজীর দাবি, ভুল চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে। পরে একইদিন দুপুরে তিনি পুনরায় ওই ফার্মেসিতে গিয়ে বিষয়টি জানালে, অভিযুক্ত হামিদুল ইসলাম তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং খুন-জখমের হুমকি দিয়ে দোকান থেকে বের করে দেন।
ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেছেন সাক্ষী মো. রাকিব হোসেন (১৯) ও মো. রনক প্রামানিক (২১)সহ স্থানীয় আরও অনেকে।
এ বিষয়ে শেখ নয়ন ফয়েজী বলেন, “আমি চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু হামিদ ডাক্তার নামে পরিচয়দানকারী ওই ব্যক্তি আমাকে প্রতারণা করে ভুল চিকিৎসা দিয়েছে। পরে প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরের হুমকি দিয়ে বের করে দেয়।”
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply