সাভার প্রতিনিধি : অত্যন্ত জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আশুলিয়ার গৌরীপুরে উদ্বোধন হয়ে গেলো রাজু জেনারেল হাসপাতাল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ফিতা কেটে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এই হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন। বুধবার (০১ মার্চ) বিকেলে রাজু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজু আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুরুল আলম রাজিব,চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ,মোঃ সাইফুল ইসলাম-চেয়ারম্যান স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক আশুলিয়া থানা আওয়ামী লীগ,এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার এনামুর রহমান হাসপাতালটি সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার এনামুর রহমান শিল্পপতি রাজু আহমেদের প্রশংসা করে বলেন -রাজু আহমেদ অনেক ভালো লোক, করোনার মহা দুর্যোগ সহ বিভিন্ন বিপদে এলাকাবাসী পাশে পায় তাকে। এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব তার বক্তব্যে বলেন -হাসপাতালটি অত্যন্ত আধুনিক এবং সময়োপযোগী হয়েছে। এটি আশুলিয়া বাসির জন্য আশীর্বাদ স্বরূপ। আপনারা রাজু আহমেদ ও তার হাসপাতালটি দেখে রাখবেন। হাসপাতালটি যাতে ভালোভাবে চলতে পারে। যে কোন প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দিচ্ছি।
সাংবাদিকদের সাথে আলাপকালে রাজু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ বলেন আমার আশা ছিলো আশুলিয়া যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা তাই শ্রমিক ভাইবোনদের স্বাস্থ্যসেবার নিশ্চিতে এখানে একটি ভালো মানের হাসপাতাল প্রয়োজন। এই লক্ষ্যে আশুলিয়া ইউনিয়ন বাসীর কথা চিন্তা করে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মেশিনপত্রসহ প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। আল্লাহ আমাকে যতো দিন বাঁচিয়ে রাখবেন আমি অসহায়,হতদরিদ্র নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আছি। বিশেষ করে আমার আশুলিয়া ইউনিয়ন বাসীর ভালোবাসার কাছে আমি ঋণী। তাদেরকে স্বল্প খরচে চিকিৎসা সেবা দিতে পারলেই আমি সার্থক হবো।
Leave a Reply