নিজস্ব প্রতিবেদক:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মহিলাদের মারধোর ও শিলতাহানির চেষ্টা চালিয়েছে অপর পক্ষ।গতকাল (১০ মে) রোজ,শনিবার আত্রাই উপজেলার পিয়াদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোছাঃ হেপি আক্তার (২৫), স্বামী আব্দুল জলিল প্রাং, সাং-কাজিপাড়া বাদী হয়ে নিকটস্থ থানায় হাজির হয়ে গতকাল (১০ মে) একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানাযায় গতকাল ১১ ঘটিকার সময় তাদের জমির ধান পরিবহন করাকে কেন্দ্র করে ধান কর্তন করা লোকদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আটক করিয়া রাখে। পরবর্তীতে খবর পেয়ে ভুক্তভোগী (হ্যাপী) সহ, তার পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হইলে বিবাদীগণ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন রকমের হমকি প্রদান করে থাকলে।
তখন আমি তাদের গালিগালাগাজ করিতে নিষেধ করিলে ক্ষিপ্ত হয়ে আমার পরিবারের লোকজন সহ ধান কর্তন করা লোকদেরকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি সহ তাদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা আমাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।সেই সাথে আমার চুলে মুঠি ধরিয়া এলো- পাথারী ভাবে কিল, ঘুসি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুল জখম করে।
এক পর্যায়ে বিবাদীগণ আমার ও আামার পরিবারের লোকজনদের পড়নের কাপড় চোপড় টানা হেঁচড়া করিয়া বিবস্ত্র করে শ্রীলতাহানী করার চেষ্টা করে। বর্তমানে আমার দুই ননদ আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হামলাকারী হলেন- ১।মোঃ মান্নান (৪৫), ২। মোঃ কামাল (৪০), সর্বপিতা-জফির পিতা-অছির পিঁয়াদা, ৫ মোছাঃ মাহফুজা (৩৫) স্বামী- কামাল, ৬। মোছাঃ সেলিনা (৪০), স্বামী- মান্নান, ৭। মোঃ রকিব ফকির (২৭), পিতা- মোঃ আক্তার ফকির সর্বসাং- পিঁয়াদা পাড়া, থানা-আত্রাই, জেলা নওগাঁ।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে গতকাল আমরা ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি।সেই সাথে আমরা আরও জানতে পেরেছি অভিযোগকারীদের দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।বিষয়টি আমরা তদন্ত করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো দোষীদের বিরুদ্ধে।
Leave a Reply