মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ও বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে উঠেছে বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে সংকটের কারণে সব ক্লাসের বই দিতে একটু বিলম্ব হচ্ছে বলে জানান শিক্ষকরা।
বুধবার (১ জানুয়ারি) সকালে আশুলিয়ার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়।
সকাল ৯টায় সোনাই ডাঙ্গাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,ভর-তেঁতুলিয়া , সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলে সরজমিনে যেয়ে যায় প্রাথমিক শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ নতুন বই পেয়ে আনন্দিত আবার কেউ নতুন বইয়ের জন্য অপেক্ষারত।
অভিভাবকরা বলছেন, যাদের বাচ্চাদের বই পাওয়া গেছে তার আনন্দিত। তবে উপস্থিত অভিভাবকগণ বলেন যাদের বই পেতে বিলম্ব হচ্ছে তাদের যেন অতিদ্রুত বই দেওয়া হয়।নয়তো যে সকল শিক্ষার্থীরা বই পায়নি তাদের পড়াশোনা অনেক পিছিয়ে যাবে।তারা যদি দ্রুত বই পেয়ে যায় তাহলে পড়ালেখা ভালোভাবে চালিয়ে যেতে পারবে বলে জানান তারা।
নতুন বছরের নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরাও উৎসবে মাতোয়ারা হয়ে উঠে।
Leave a Reply