মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার অদূরে অবস্থিত আত্রাই উপজেলায় ০৫ আগস্টের পর থেকে বীরদর্পে চলছে চাঁদাবাজি,টেন্ডারবাজি,দখলবাজি সহ ছিনতাইয়ের মতো নেক্কার জনক ঘটনা।এগুলো বীরদর্পে চালিয়ে যাচ্ছে নওগাঁ-০৬ (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজুর ভাই ভাতিজা এবং তাদের সহযোগীরা।
সরজমিনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য নিয়ে দেখা যায় বিএনপির এই নেতা ছাত্রজনতার অভ্যর্থনকে কলঙ্কিত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিক’র রাজনীতিকে প্রশ্ন বৃদ্ধ করতে এমন ধ্বংস যজ্ঞ চালাচ্ছে যা দলের জন্য মারাত্মক হুমকি।সেই সাথে তিনি এবং তার ভাই ভাতিজারা দলের কেন্দ্রীয় কোনো নির্দেশ মেনে চলেনা।তাদের যখন যা ইচ্ছে তাই করে বেড়ায় উপজেলার বিভিন্ন অঞ্চল জুড়ে যা বর্তমানে ভয়ানক রূপ ধারণ করেছে।
গত ০৫ আগস্টের পর থেকে বেপরোয়া গতিতে চলছে এই নেতার পরিবার ও তার কিছু লোকজন জন যা দৃশ্যমান।তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন যাবৎ আহসানগঞ্জ স্লুইসগেট টু শুটকিগাছা যে খালটি রয়েছে সেই খালের পশ্চিম পাড়ের (বাঁধ) মাটি দিনে দুপুরে কয়েকটি মেশিন ও ট্রাক্টরের সাহায্যে কেটে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে আর এ নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
এ বিষয় নিয়ে ওই এলাকার কয়েকজন কৃষক বলেন,এই মাটি গুলো কেটে নিয়ে যাওয়ায় আমাদের ফসল জমি বর্ষা মৌসুমে ভেঙ্গে এই ছোট (খাল) নদীর ভিতর চলে যাবে এতে আমরা গরীব অসহায় কৃষক ক্ষতিগ্রস্ত হবো।আমরা সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এর প্রতিকার চাই।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য ২ দিন যাবৎ আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিক বার কল দেওয়া হলে ও তিনি কল রিসিভ করেননি।সেই উনার হোয়াটসঅ্যাপ একাউন্টে ক্ষুদে বার্তা পাঠানো সহ উক্ত অভিযোগের তথ্য প্রমাণ হলেও উনার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
উক্ত বিষয় নিয়ে নওগাঁ জেলা প্রশাসক কেও একাধিক বার কল দেওয়া হলে অপরপ্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে অনেকে বলছেন,ইউএনও’কে ম্যানেজ করেই তারা উপজেলায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে আর এজন্য উনার কোনো ভ্রুক্ষেপ নেই।
Leave a Reply