1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই স্বামী পরিত্যক্ত মহিলার সাথে অনৈতিক কাজ করার সময় আ.লীগ নেতা আটক ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম   বিরুলিয়ার ১০ গ্রামের ঘরে ঘরে আতঙ্ক; রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার ২৫১ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ অনিয়মের দায়ে সাভারে পরীক্ষা হলের সাত পরিদর্শক বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি ; পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছি,ইউএনও আবু বকর সরকার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আত্রাই গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,লাশ উদ্ধার করছে পুলিশ এবার নকল করার সুযোগ নেই: কেন্দ্র সচিব শাহআলম মিয়া আত্রাই ছাত্রদল নেতাকে ছাত্রলীগ সাজিয়ে সংবাদ প্রকাশ, ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির শোভাযাত্রা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গোলাম মোস্তফা ও খোরশেদের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

আত্রাই সরকারী খালের বাঁধ কেটে মাটি বিক্রির মহোৎসব , ইউএনও’র নিরব ভূমিকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার অদূরে অবস্থিত আত্রাই উপজেলায় ০৫ আগস্টের পর থেকে বীরদর্পে চলছে চাঁদাবাজি,টেন্ডারবাজি,দখলবাজি সহ ছিনতাইয়ের মতো নেক্কার জনক ঘটনা।এগুলো বীরদর্পে চালিয়ে যাচ্ছে নওগাঁ-০৬ (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজুর ভাই ভাতিজা এবং তাদের সহযোগীরা।

সরজমিনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য নিয়ে দেখা যায় বিএনপির এই নেতা ছাত্রজনতার অভ্যর্থনকে কলঙ্কিত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিক’র রাজনীতিকে প্রশ্ন বৃদ্ধ করতে এমন ধ্বংস যজ্ঞ চালাচ্ছে যা দলের জন্য মারাত্মক হুমকি।সেই সাথে তিনি এবং তার ভাই ভাতিজারা দলের কেন্দ্রীয় কোনো নির্দেশ মেনে চলেনা।তাদের যখন যা ইচ্ছে তাই করে বেড়ায় উপজেলার বিভিন্ন অঞ্চল জুড়ে যা বর্তমানে ভয়ানক রূপ ধারণ করেছে।

গত ০৫ আগস্টের পর থেকে বেপরোয়া গতিতে চলছে এই নেতার পরিবার ও তার কিছু লোকজন জন যা দৃশ্যমান।তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন যাবৎ আহসানগঞ্জ স্লুইসগেট টু শুটকিগাছা যে খালটি রয়েছে সেই খালের পশ্চিম পাড়ের (বাঁধ) মাটি দিনে দুপুরে কয়েকটি মেশিন ও ট্রাক্টরের সাহায্যে কেটে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে আর এ নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

এ বিষয় নিয়ে ওই এলাকার কয়েকজন কৃষক বলেন,এই মাটি গুলো কেটে নিয়ে যাওয়ায় আমাদের ফসল জমি বর্ষা মৌসুমে ভেঙ্গে এই ছোট (খাল) নদীর ভিতর চলে যাবে এতে আমরা গরীব অসহায় কৃষক ক্ষতিগ্রস্ত হবো।আমরা সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এর প্রতিকার চাই।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য ২ দিন যাবৎ আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিক বার কল দেওয়া হলে ও তিনি কল রিসিভ করেননি।সেই উনার হোয়াটসঅ্যাপ একাউন্টে ক্ষুদে বার্তা পাঠানো সহ উক্ত অভিযোগের তথ্য প্রমাণ হলেও উনার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

উক্ত বিষয় নিয়ে নওগাঁ জেলা প্রশাসক কেও একাধিক বার কল দেওয়া হলে অপরপ্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে অনেকে বলছেন,ইউএনও’কে ম্যানেজ করেই তারা উপজেলায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে আর এজন্য উনার কোনো ভ্রুক্ষেপ নেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :