সাভার প্রতিনিধি : সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টারের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে ফ্যান্টাসি কিংডম কনকর্টে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি ছাড়াও উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আবু বক্কর সিদ্দিকী।
প্রয়াত চেয়ারম্যান সৈয়দ আহমদ মাস্টারের কুলখানি অনুষ্ঠান ও দোয়া মাহফিলে মাননীয় প্রতিমন্ত্রী সহ হাজারো মানুষের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ছেলে মোঃ সুমন আহমেদ ভূঁইয়া।
মাননীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রয়াত চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে শরিক হন গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।
এছাড়াও কুলখানি অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম রাজীব, সাভার পৌরসভা মেয়র আলহাজ্ব আব্দুল গনি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার থানা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান,সাভার উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা আওয়ামীলীগের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ান,সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,আশুলিয়া থানা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আব্দুল কাদের দেওয়ান, সাভার উপজেলার আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক আতিকুজ্জামান পাটোয়ারী আতিক এবং যুগ্ন আহবায়ক সানাউল্লাহ ভূঁইয়া সানি, সেলিম মন্ডল, সালাউদ্দিন, ইদ্রিস আলী, কামরুল, নাজমুল হক ইমু, শাহীন আলম, কুদ্দুস শিকদার আল মামুন, শরিফুল ইসলাম তুষার, মাহফুজ আহমেদ,ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুর রহমান, ১নং ওয়ার্ড এর মেম্বার হালিম মৃধা, ৬ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ জলিল উদ্দিন ভূইয়া (রাজন) এবং সকল মেম্বার গনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত (২৮ অক্টোবর) চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়া চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরিচ্ছন্ন এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বলছেন সাভার উপজেলা আওয়ামী লীগ ও ইয়ারপুর ইউনিয়ন এর সাধারণ জনগোষ্ঠী।
Leave a Reply