1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই স্বামী পরিত্যক্ত মহিলার সাথে অনৈতিক কাজ করার সময় আ.লীগ নেতা আটক ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম   বিরুলিয়ার ১০ গ্রামের ঘরে ঘরে আতঙ্ক; রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার ২৫১ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ অনিয়মের দায়ে সাভারে পরীক্ষা হলের সাত পরিদর্শক বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি ; পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছি,ইউএনও আবু বকর সরকার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আত্রাই গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,লাশ উদ্ধার করছে পুলিশ এবার নকল করার সুযোগ নেই: কেন্দ্র সচিব শাহআলম মিয়া আত্রাই ছাত্রদল নেতাকে ছাত্রলীগ সাজিয়ে সংবাদ প্রকাশ, ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির শোভাযাত্রা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গোলাম মোস্তফা ও খোরশেদের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

ছাত্রলীগ নেতার সহযোগিতায় পরিবারে ফিরলো নিখোঁজ প্রতিবন্ধী শিশু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

সাভার প্রতিনিধি :
পথ ভুলে হারিয়ে গিয়ে রাজধানীর বাড্ডা থেকে সাভারে চলে আসে বুদ্ধি-প্রতিবন্ধী নুসাইবা (১৪)। স্বাভাবিক কথা বলতে ও চলতে না পারায় কোনভাবেই নিজের গন্তব্যের কথা বলতে না পেরে হন্যে হয়ে ঘুরছিল আশেপাশে। কিন্তু আর সবার নজর এড়াতে পারলেও ছাত্রলীগের নেতার চোখ এড়াতে পারেনি ছোট্ট নুসাইবা।

নুসাইবা (১৪) রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল রোড এলাকার মোবারক হোসেন ও চিনু বেগম দম্পতির সন্তান এবং রত্নগর্ভা ফরিদা জামান বিশেষায়িত বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াসিম বাবুর সহযোগিতায় শেষ পর্যন্ত নিজ পরিবারের কাছে ফিরতে পেরেছে বুদ্ধি প্রতিবন্ধী শিশু নুসাইবা (১৪)।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মো. ওয়াসিম বাবু কালবেলাকে বলেন, গতকাল শনিবার (২৩ জুলাই) বিকেলে আমি সাভার গেন্ডা এলাকায় একটি মেয়েকে উদ্দ্যেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখি। বিষয়টি আমার সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে পরিচিত এক বাস চালকের মাধ্যমে জানতে পারি ঐ মেয়েটি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকা থেকে তাঁর বাসে চড়ে সাভারে চলে এসেছে কিন্তু শিশুটি কিছুই ঠিকঠাক মতো বলতে পারছেনা। পরে আমি ঐ মেয়েটিকে আমার হেফাজতে নিয়ে তার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তবে সে কিছুই বলতে পারছিলো না। পরবর্তীতে তার হাতে আমার মোবাইল ফোনটি দিয়ে তাকে ইশারায় পরিবারের কাছে কল দিতে বলি তখন মেয়েটি তার ইচ্ছে মতো নাম্বারে ডায়াল করতে থাকে কিন্তু সবকটি নাম্বারই ছিলো ভুল। পরবর্তী প্রায় ৫০ নাম্বারে কল দেবার পর একটি নাম্বারে কথা বলে বুঝতে পারি নাম্বারটি মেয়েটির স্বজনের।

পরবর্তী ঐ শিশুটিকে নিয়ে আমরা সাভার মডেল থানায় চলে আসি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি।

এ ব্যাপারে শিশুটির পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোবারক হোসেন মুঠোফোনে জানান, ‘আমার মেয়েটি মানুষিকভাবে পুরোপুরি সুস্থ নয়। এর আগেও একাধিকবার সে বাসা থেকে বের হয়ে গিয়েছিলো তখন আশপাশে খোঁজ করে সন্ধান মিললেও এবার অনেক খোজাখুজির পরেও তার সন্ধান পাচ্ছিলামনা এতে আমি এবং আমার স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পরি। আমাদের কাছে মনে হচ্ছিলো আর বুঝি আমাদের আদরের নুসাইবাকে কোনদিন দেখতে পাবোনা। কিন্তু হঠাৎ একটি নাম্বার থেকে ফোন করে আমাদের জানানো হয় আমার মেয়ে নুসাইবা সাভারে আছে। পরে তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে গতকাল রাতে আমরা সাভারে এসে আমার মেয়েকে ফিরে পেয়েছি। ছাত্রলীগের একজন নেতা হিসেবে বাবু ভাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমার হারিয়ে যাওয়া মেয়েকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঢাকা বলেন, গতকাল রাতে হারিয়ে যাওয়া একটি বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ছাত্রলীগ নেতা ওয়াসিম বাবু। পরে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ তাঁকে পরিবারের নিকট হস্তান্তর করতে পুলিশ সব ধরনের সহযোগিতা করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :