1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় ক্যান্সার রোগীকে বাঁচাতে চ্যারিটি কনসার্ট জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হায়ার স্ট্যাডি ক্লাবের উদ্যোগে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:শুক্রবার (৪ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেয়।দিনব্যাপী এ সেমিনারে এডুকেশন ইউএসএ, ইউএস দূতাবাস, আইডিপি বাংলাদেশের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ ড. এম আবদুর রব ও আই আই টি-এর প্রফেসর ড. এম শামীম কায়ছার।

অনুষ্ঠানের বিভিন্ন অংশে হায়ার স্টাডি ইন ইউ.কে এবং শেভেনিং স্কলারশিপ সম্পর্কে ধারণা, স্টাডি এন ইউ.এস.এ, আইইএলটিএস মাস্টার ক্লাস, ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ, রিসার্চ এবং ক্লাব স্টাররা বিভিন্ন ধারণা তুলে ধরেন।সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও ক্লাবের এডভাইজার একাউন্টিং ও ইনফরমেশন্স সিস্টেমস এর সহকারী অধ্যাপক মাহাদী হাসান দিপু।

এছাড়াও পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. মুয়াজ্জিম হোসেন, প্রত্নতত্ব বিভাগের সহকারি অধ্যাপক সাবিকুন নাহার।এতে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি ভিসা প্রসেসিং নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

সেমিনারে ইউএস এম্বাসির এডভাইজার মি.সোহাল ইকবাল- ইউএস ইউনিভার্সিটিতে আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিষয় সম্পর্কে বক্তব্য দেন।এছাড়া আইডিপি বাংলাদেশ-এর আইইএলটিএস এডমিনিস্ট্রেটর কে এম বি জামান আইইএলটিএস-এর ওপর মাস্টার ক্লাস নেন।

আয়োজকরা জানান, প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। ক্লাবের লক্ষ্য হিসেবে প্রতি বছর যাতে ১০০ এর ও বেশি শিক্ষার্থী দেশের বাইরে যেতে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এছাড়া নিয়মিত ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ ইত্যাদি আযোজন করা হয়।

প্রসঙ্গত, জাবি হায়ার স্টাডি ক্লাব থেকে সারা বছর বিদেশে উচ্চ শিক্ষা সহায়ক বিভিন্ন সেমিনার, রুটিনমাফিক জিআরই, আইইএলটিএস এর প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সেশনের আযোজন করা হয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কোর্স, ওয়ার্কশপ, প্রশিক্ষণ প্রোগ্রামের আযোজন করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাবি হায়ার স্টাডি ক্লাব বিদেশে উচ্ শিক্ষার পথকে সহজ করার জন্য কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :