নিউজ ডেস্ক: কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটির প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামবে লাখো মানুষের । ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতির মিনার । পুবাকাশে লাল সূর্যটা উকি দিতেই জাতির শ্রেষ্ট সন্তানদের স্মরণে ফুল দিয়ে শদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো জনতা ।
মহান এই বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উদযাপন করতে সাভার থানা যুবলীগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। সাভার থানা যুবলীগের এক নং যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মাসুদ মোল্লা নতুন দিগন্তকে জানান প্রতিবারের মত এবারও তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন। সাভার থানা যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য তাদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন বলেও জানান তিনি। মহান বিজয় দিবসে যাতে কোন দল কিংবা কোন গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সাভার থানা যুবলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। একান্ত আলাপচারিতায় জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে বলেও জানান নুর মাসুদ মোল্লা।
Leave a Reply