রাব্বিনুর রহমান জুয়েল,নকলা,শেরপুরঃ– নকলা উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। একজন উরফা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম,যিনি বীজতলায় কাজ করছিলেন ও অপরজন ০৯নং চন্দ্রকোনা ইউনিয়নের নাজমুল ইসলাম । স্থানীয় সূত্রে জানা যায় আজকে সকাল থেকেই ভারি বৃষ্টি ও বজ্রপাত হয়।এসময় চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের নামজুল মিয়া (৫০) মাছ ধরতে গেলে বজ্রপাতে নিহত হন,অপরজন রফিকুল ইসলাম একই উপজেলার ০৩নং উরফা ইউনিয়নের বাসিন্দা।সকালে বীজতলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
একই ভাবে বহু সংখ্যক লোক প্রতি বছর বজ্রপাতে নিহত হন।
একমাত্রত সচেতনতাই বজ্রপাতে নিহতের সংখ্যা কমাতে পারে।
বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়া,ধাতব বস্তু এড়িয়ে চলা,মাছ ধরতে, মাঠে কাজ করতে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞজনদের।
Leave a Reply