সাভার প্রতিনিধি:
সাভারে অবরোধের সমর্থনে এবং তফসিল ঘোষণার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়েছে। পরে ছাত্রদল নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এসময় ছাত্রদল নেতা মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমারা ছাত্রদল রাজপথে আছি। সেই সাথে অবৈধ তফসিল বাতিলের দাবি জানান তিনি। ছাত্রদের এই নেতার দাবি এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই প্রহসনের তফসিল আমরা মানি না। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতে হলে এই তফশিল বাতিল করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে একটি নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান ছাত্রদলের এই নেতা।
Leave a Reply