সাভার প্রতিনিধি : আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দুই শতাংশ জমি ও বাড়ি পেয়েছেন দেশের বিভিন্ন জেলার ভূমিহীন পরিবার। এসব হতদরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে সাভার কৃষি অফিস থেকে ফলজ বৃক্ষ, শাকসবজির বীজ সহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদের নেতৃত্বে এসব কৃষি উপকরণ ও ফলদ বৃক্ষ এবং শীতকালীন বিভিন্ন শাক সবজির বীজ
শিমুলিয়া,পাথালিয়া,বিরিলিয়া,তেঁতুলঝোড়া এলাকার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ জানান অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (ইফনাফ) প্রকল্পের আওতায় ছাদবাগান করছেন এমন ৫০ জন ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দুই শতাংশ ভূমি ও একটি বাড়ির সুবিধা ভোগ করছেন এমন ১৬৫ জনকে ড্রাম,হাফ ড্রাম,নেট, পানির ঝাঝড়ি, বিভিন্ন ধরনের ফলের চারা এবং ১৫ রকমের শাক সবজির বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। গৃহহীনদের যারা গৃহ পেয়েছেন তাদের পুষ্টির চাহিদার জোগান দিতে মূলত এসব কৃষি উপকরণ বিতরণ করা হয় বলেও জানান সাভার উপজেলার এই কৃষি কর্মকর্তা।
কৃষি উপকরণ হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে হতদরিদ্র এসব কৃষকদের। এসময় তারা মননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদকে ধন্যবাদ জানান।
Leave a Reply