মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সাভার সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দোষী বাস চালকের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি প্রধান ফটকের সামনে এই মানববন্ধন পালন করেন তারা। এর আগে এঘটনায় বিপিএটিসির স্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এসময় মানববন্ধনে উপস্থিত নিহত রুস্তম রাব্বানীর সহকর্মীরা ঘাতক বাস চালকের শাস্তিসহ সড়কে চলাচলরত যানবাহনের বেপরোয়া গতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী তুলেন।
উল্লেখ্য গত রোববার (৫ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি ৩নং গেইটের সামনে সড়ক পার হবার সময় পেছন দিক থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মৃত্যুবরন করেন তিনি।
Leave a Reply