রাউফুর রহমান পরাগ : ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাভারের শাহীবাগ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। তিনি শিক্ষার্থীদেরকে ভালোভাবে পরিক্ষার প্রস্তুতি নিয়ে ভালো পরিক্ষা দেয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত কামনা করে তাদেরকে মানুষের মতো মানুষ হয়ে দেশ এবং জনগনের কল্যানে কাজ করতে আহ্বান জানান।
সাভার মডেল কলেজের গভর্নিংবডির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলী। কলেেেজর শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী, মোঃ বিল্লাল হোসেন। এর আগে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লিমন মৃধা, আফসানা রিমি ও মহিন উসমান।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত করে ২০২০ ও ২০২৫ সালের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply