মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে তারা। পরে তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহত যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে। তবে কোথায় তাকে গুলি করে ফেলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “পলাশবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply