রাউফুর রহমান পরাগ : সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত ও সড়কে দোকান বসিয়ে চাঁদা আদায় চক্রের মূল হোতা অহিদুজ্জামান মুকুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাতে হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের ফুটপাতে চাঁদাবাজির সময় তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান মুকুল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিন শ্যামপুর এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। সে গত ৫ আগষ্টের পর থেকে সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় ফুতপাত ও মহাসড়ক দখল করে অবৈধ দোকানপাটা ভাড়া দিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন পরিবহন থেকেও চাঁদাবাজি করতো বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃত শীর্ষ চাঁদাবাজ অহিদুজ্জামান মুকুল অনেক আগে থেকেই হেমায়েতপুর এলাকায় চাঁদাবাজির রাজত্ব গড়ে তুলো। তবে বিগত আওয়ামী লীগের আমলে সাবেক উপজেলা চেয়ারম্যান রাজিব ও তার ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর চাঁদাবাজ মুকুলকে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে নিজেদের লোকজন দিয়ে হেমায়েপুর এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রন করতো। গত ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে স্থানীয় আওয়ামী লীগের চাঁদাবাজারও এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। এই সুযোগে শীর্ষ চাঁদাবাজ মুকুল ও তার লোকজন সন্ত্রাসী মোশারফ হোসেন মোশা ও তার ভাই শরীফের ছত্রছায়ায় আবারও হেমায়েতপুর এলাকায় চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। মুকুল ও তার বাহিনীর লোকজন হেমায়েতপুর, জয়নাবাড়ি, ঋষিপাড়া, পদ্মারমোড়সহ আসপাশের এলাকার ফুটপাত ও সড়কে দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করে সেই টাকা পৌছে দিতো মোশারফ হোসেন মোশার হাতে। পরে সেখান থেকে চাঁদার টাকা, প্রশাসন, থানা পুলিশ, সাংবাদিক নেতাসহ সকলের মাঝে ভাগভাটোয়ারা করা হতো।
এছাড়াও বাসষ্ট্যান্ডের পাশেই সরকারী খাস জায়গায় অবস্থিত হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে মার্কেট দিয়ে তার ভিতরে অফিস তৈরি করেছিলো মুকুল। সেখান থেকেই চাঁদাবাজির রাজত্ব নিয়ন্ত্রন করতো মুকুল। দুর্ধর্ষ এই চাঁদাবাজকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তার গডফাদারদের নাম বেড়িয়ে আসবে বলে জানায় ভুক্তভোগীরা।
সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হেমায়েতপুর এলাকার শীর্ষ চাঁদাবাজা অহিদুজ্জামান মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এঘটনায় মামলা দায়েরসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply