আত্রাইয়ে ভুয়া পরিচয়ে প্রতারণা ও অপকর্ম, যুবদলের সাথে কোনো সম্পৃক্ততা নেই রাজুর
মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলার আলোচিত প্রতারক রাজু (২৪) সম্প্রতি স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। তিনি নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল কর্মী পরিচয় দিয়ে এলাকায় নানা প্রতারণা, অনৈতিক সম্পর্ক ও অপকর্ম চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে মিথ্যা পরিচয়ের মাধ্যমে একাধিক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান। তাদের নানা প্রলোভন ও কৌশলে নওগাঁ শহরসহ আশপাশের বিভিন্ন জেলার আবাসিক হোটেলে নিয়ে যান। এসব ঘটনায় ভুক্তভোগী তরুণীরা সামাজিকভাবে বিব্রত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। অনেকে আবার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রাজু কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, রাজুর এমন কর্মকাণ্ডে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, আত্রাই উপজেলা যুবদলের শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজুর সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। একাধিক নেতার ভাষ্য অনুযায়ী, “রাজু কখনো যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি মানুষের সাথে প্রতারণা করতেই যুবদলের ভুয়া পরিচয় বহন করে আসছেন।”
তারা আরও জানান, সাংগঠনিকভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অচিরেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজুর এই প্রতারণামূলক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নেবেন কি না, তা নিয়ে জোর আলোচনা চলছে। তবে সচেতন মহলের দাবি—অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ ভুয়া পরিচয়ে প্রতারণা চালাতে না পারে।
শুধু তাই নয়,তার বিরুদ্ধে রয়েছে ইজিবাইক চুরির অভিযোগ। এলাকাবাসীরা আরও বলেন,০৫ আগস্টের পর বিদেশ থেকে দেশে এসে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছেন রাজু।
Leave a Reply