1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ৬ আশুলিয়ায় যুবদল অফিসে হামলা: মাদক ব্যবসার প্রতিবাদেই সন্ত্রাসীদের তাণ্ডব সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি নিযুক্ত হলেন হাজী শহীদুল ইসলাম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে উঠান বৈঠক অনুষ্ঠিত  আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার স্ত্রী ও শ্বশুর বাড়ীর লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা বাড়ইপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী আশুলিয়ায় স্বামী-স্ত্রী সহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নওগাঁয় অধ্যক্ষের বিরুদ্ধে অশ্লীল প্রস্তাবের অভিযোগ ছাত্রীর

স্ত্রী ও শ্বশুর বাড়ীর লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামে রায়হান (২৫) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, রায়হান ছয় বছর আগে একই উপজেলার সদুপুর গ্রামের আব্দুর গফুরের মেয়ে জুঁইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ ও অশান্তি লেগেই থাকত। পরিবারের অভিযোগ, রায়হানের স্ত্রী প্রায়ই বাবার বাড়িতে অবস্থান করতেন এবং শ্বশুর-শাশুড়িকে সহ্য করতে পারতেন না। বিশেষ করে অসুস্থ শাশুড়ির সেবা-যত্নে অনীহা প্রকাশ করতেন তিনি।

এছাড়া রায়হানের উপার্জনের বড় অংশ স্ত্রী বাবার বাড়িতে খরচ করতেন এবং সেখানে বাড়ি নির্মাণে চাপ সৃষ্টি করতেন। কিন্তু অসুস্থ মাকে ছেড়ে যেতে না চাওয়ায় রায়হান প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও স্ত্রীর মানসিক নির্যাতনের কারণে রায়হান হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এরই জেরে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক,রায়হানের এক সহপাঠী জানান, ছোটবেলায় রায়হানকে মোতালেব শেখ নামের একজন দত্তক নিয়েছিলেন। নিজের জন্মপরিচয় সম্পর্কে রায়হান অন্ধকারে থাকায় মানসিকভাবে সবসময় নাজুক অবস্থায় থাকতেন। এর সঙ্গে স্ত্রীর নির্যাতন যোগ হয়ে তাকে আরও ভেঙে দেয়।

সহপাঠী আরও জানান, গত রবিবার রাতে রায়হানের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে সামান্য মারধর করলে শ্বশুর ও তার আত্মীয়রা মিলে রায়হানকে মারধর করে। এরপর থেকে তিনি খাবার বন্ধ করে দেন এবং অভিমানে আত্মহননের পথ বেছে নেন।

এ বিষয়ে আত্রাই থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শোকের ছায়ায় ডুবে আছে রায়হানের পরিবার সহপাঠী ও স্বজনরা।এলাকায় নেমেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :