মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: সাভার উপজেলার আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই বিএনপি নেতার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল গ্রুপ এবং আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে উভয়পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ছয়জন আহত হন।
সংঘর্ষের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, “ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেয়ানের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু বিএনপি’র কোনো অফিস ভাঙচুর হয়েছে বলে একটি পক্ষ মিথ্যা প্রচার চালাচ্ছে। বাস্তবে সেখানে বিএনপি’র কোনো অফিসই নেই।”
ঘটনার পর সাংবাদিকদের সাথে কথা বলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর। তিনি বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ব্রিটিশ টোবাকো কারখানাকে কেন্দ্র করে এলাকায় প্রভাব বিস্তার ও আর্থিক লেনদেনের বিষয়টি মূলত এই সংঘর্ষের অন্যতম কারণ। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply