1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই স্বামী পরিত্যক্ত মহিলার সাথে অনৈতিক কাজ করার সময় আ.লীগ নেতা আটক ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম   বিরুলিয়ার ১০ গ্রামের ঘরে ঘরে আতঙ্ক; রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার ২৫১ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ অনিয়মের দায়ে সাভারে পরীক্ষা হলের সাত পরিদর্শক বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি ; পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছি,ইউএনও আবু বকর সরকার নাছিরপুর জলমহাল: দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আত্রাই গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,লাশ উদ্ধার করছে পুলিশ এবার নকল করার সুযোগ নেই: কেন্দ্র সচিব শাহআলম মিয়া আত্রাই ছাত্রদল নেতাকে ছাত্রলীগ সাজিয়ে সংবাদ প্রকাশ, ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির শোভাযাত্রা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গোলাম মোস্তফা ও খোরশেদের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা

আত্রাই ঋষি সম্প্রদায়ের গৃহবধূকে নির্যাতন করলেন হানিফ,ভুক্তভোগী হাসপাতালে ভর্তি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের নিকটস্থ ০৪ নং ওয়ার্ডের জামগ্রাম ঋষি সম্প্রদায়ের গরীব অসহায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই গ্রামের সাবেক মেম্বার হানিফ পালোয়ানের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানাযায়, গত ১৯শে জানুয়ারি রোজ শুক্রবার অভিযুক্ত হানিফ পালোয়ান (৪৮),পিতা মৃত মেরউদ্দি
পালোয়ান একই গ্রামের ঋষি সম্প্রদায়ের গৃহবধূ শ্রীমতী নন্দ রাণী (২৬)(ভুক্তভোগী),স্বামী শ্রীঃ নয়ন।

এ বিষয়ে ভুক্তভোগী বলেন, আমি গরীব অসহায় মানুষ স্বামীর পাশাপাশি পরিবারে একটু স্বচ্ছতার জন্য দিন মজুরের কাজ করি।তাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করি কখনো মানুষের বাড়ীর এ কাজ ও কাজ করি,কখনো মাটি কাটি।এখন ধান লাগানোর মৌসুম তাই বিচন (চারা) তোলার কাজটি ভরপুর হচ্ছে তাই তীব্র এই কনকনে শীতের মাঝেই মৌসুমের শুরু থেকে এই কাজ করে জীবিকা নির্বাহ করছি পরিবার নিয়ে।

তিনি আরও বলেন,ঘটনার দিন আমি অভিযুক্ত হানিফ মেম্বারের ইরি ক্ষেতের ভিতর দিয়ে একটু হেঁটে যাই আমাকে ডাকে আমি শুনতে পাই না।এতে তিনি ক্ষিপ্ত হয়ে এসে আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার হাতে থাকা লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে একের পর এক আঘাত করে।

তার নির্যাতনের শিকার হয়ে আমি ডাক চিৎকার দিতে থাকি এতে আশপাশের লোকজন সহ আমার পরিবারের লোকজন ছুটে এসে আমায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।আমি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছি।আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।আমি বাংলাদেশ সরকার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে হানিফ মেম্বার সঠিক বিচার চাই।

বিষয়ে এলাকাবাসী কয়েকজন বলেন,হানিফ মেম্বার বর্তমান এমপি অ্যাড. ওমর ফারুক সুমনের লোক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ায় যা বিগত দিনের এমপি ইসরাফিল আলম ও আনোয়ার হোসেন হেলালের সময় ও করেছে।আসলে সে সুবিধাবাদী জিন্দাবাদ যখন যে ক্ষমতায় আসে হানিফ তার লোক হয়ে যায়।দলের নাম ভাঙ্গিয়ে, দলের ক্ষমতা দেখিয়ে হানিফ মেম্বার সহ তার সহযোগীরা গ্রামের সহজ সরল মানুষদের জিম্মি করে রাখে।

বিগত দিনে ও এই হানিফ মেম্বার অনেক অপকর্ম করেছে।

বিষয়টি সম্পর্কে জানার জন্য আত্রাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামকে মুঠোফোনে কল দিয়ে ঘটনা সম্পর্কেে প্রশ্ন করা হলে, তিনি বলেন গত ২০শে জানুয়ারি ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত চলছে, তদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দোষীর বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :