মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: আত্রাই “দৈনিক নতুন দিগন্ত” পত্রিকায় সংবাদ প্রকাশের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতাকে এক মাসের জন্য সাময়িক ভাবে অব্যাহতি দিয়েছে দলের সিনিয়র নেতারা।ঘটনাটি ঘটেছে আজ (১৯ অক্টোবর ২৪) রোজ শনিবার উপজেলার মনিয়ারী ইউনিয়নে।
জানা যায়, গত (১৮ অক্টোবর ২৪) বহুল প্রচলিত দৈনিক নতুন দিগন্ত পত্রিকায় “বিএনপি নেতাদের ব্ল্যাকমেইলের শিকার এক নারী,হাতিয়ে নিলো ৪০ হাজার টাকা” এই শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।এর প্রেক্ষিতে আজ তাদের নিয়ে সাংগঠনিক ভাবে ইউপি বিএনপির পার্টি অফিসে একটি সাংগঠনিক বৈঠক বসান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
উক্ত বৈঠকে সকলের সিদ্ধান্তক্রমে তাদের (দোষীদের) এক মাসের (১৯ অক্টোবর হইতে ১৯ নভেম্বর)জন্য সাময়িক দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।সেই সাথে তারা এই এক মাস দলের কোনো কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেনা বলে ও সিদ্ধান্ত নেয় দলটির নেতাকর্মীরা।সেই সাথে এই নির্দিষ্ট এক মাস সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ওঠা (নারীর ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়) অভিযোগ প্রমাণ করতে হবে সেটি সঠিক (ভুল) ছিলো না।যদি তারা তা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে তাদের দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে বলে দলটির নেতাকর্মীরা সিদ্ধান্ত গ্রহণ করেন।সেই সাথে উক্ত সিদ্ধান্তের সাথে একত্বতা প্রকাশ করে উপস্থিত নেতাকর্মীদের কাছ থেকে গণস্বাক্ষর করেন।বিষয়টি নিশ্চিত করেন বিএনপির উপজেলা ও ইউপি বিএনপির একাধিক নেতারা।
দলের শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের সাথে জড়িত থাকায় সাময়িক অব্যাহতি পাওয়া ইউপি নেতারা হলেন-০৬ নং মনিয়ারী ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন, ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদল,০৭ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.আনার আলী,০৭ ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সুমন।
পরিশেষে সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ।
Leave a Reply