মোঃ শিফাত মাহমুদ ফাহিম, জেলা প্রতিনিধি নওগাঁ: জামায়াত নেতা ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে “ইন্নালিল্লাহ্” লিখে পোস্ট দেওয়ায় আত্রাই উপজেলা ছাত্রলীগের ০৮ জন নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি দিয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগ।এনিয়ে ১৪ জন নেতাকর্মীকে অব্যাহতি দিলো জেলা ছাত্রলীগ।এর মাঝে শুধু আত্রাই উপজেলার-ই ০৮জন নেতাকর্মী রয়েছে।
গত সোমবার (২১ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাব্বির রহমান রিজভী ও সাধারণ সম্পাদক মোঃ আমানুজ্জামান শফিউল এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে চূড়ান্তভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ ও করেন।
অব্যাহতি পাওয়া আত্রাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান সোবহান রাসেল (২৪) বলেন, বর্তমান যুগ (Ai)এর যুগ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টের পারস্পরিক শত্রুতা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সবকিছু এডিট এর মাধ্যমে এই সকল ছাত্রলীগ নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে। শুধুমাত্র এইসব ছাত্রলীগ নেতা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাই। বিগত দিনে ওরা চাউল চুরি করলো ফেনসিডিল প্রকাশ্যে ফেনসিডিল সেবন করলো তার ভিডিও বের হলো আবার প্রতিবন্ধী যুবকের কাছ থেকে তার ছাগল বিক্রির টাকা হাতিয়ে নিয়েছিলো।এসব নিয়ে প্রতিবাদ করায় এর আগে ও একবার আমাকে শোকজ করেছিলো।
জেলা ছাত্রলীগকে আমরা চাউল চুরি ও ফেনসিডিল সেবনের ছবিসহ অবগত করছিলাম কিন্তু তারা সাংগঠনিক ভাবে কোন পদক্ষেপ গ্রহন করেনি তাদের বিরুদ্ধে।
বর্তমান ডিজিটাল যুগে এডিট করে অনেক কিছু করা সম্ভব।এই মুহূর্তে একান্তই নিজস্ব শত্রু তার দ্বারা আমাদের বিষয়ে এই পদক্ষেপটা তারা নিয়েছে।বর্তমান আত্রাই উপজেলা শাখা ছাত্রলীগের চোর সভাপতি (মাহদী মসনদ স্বরূপ) ফেনসিডিল খোর সাধারণ সম্পাদক (হুমায়ুন কবির সোহাগ) নিজেদের পোস্টকে বাপ দাদার সম্পত্তি মনে করে চলে।
তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক যড়যন্ত্রের শিকার।যাদের অব্যাহতি দেওয়া হয়েছে নিম্নে তাদের নাম ও পদপদবী উল্লেখ করা হলো:- ০১.মোঃ ফাইজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক, আত্রাই উপজেলা ছাত্রলীগ ।০২. মাহথির মোহাম্মদ তুফান, যুগ্ম-সাধারণ সম্পাদক, আত্রাই উপজেলা ছাত্রলীগ । ০৩.মোঃ আমানউল্লাহ ফারুক (বাচ্চু), সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা ছাত্রলীগ । ০৪ মোঃ রায়হান সোবহান (রাসেল), সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা ছাত্রলীগ। ০৫.মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, আত্রাই উপজেলা ছাত্রলীগ। ০৬.আইজাক শামীম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, আত্রাই উপজেলা ছাত্রলীগ।০৭.মিজানুর রহমান, সদস্য, আত্রাই উপজেলা ছাত্রলীগ । ০৮.সাব্বির সরদার, সহ-সভাপতি, ১নং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগ, আত্রাই।
এ বিষয় নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,যে সংগঠনে থেকে একজন মোসলমান হয়ে মৃত মানুষের জন্য “ইন্নালিল্লাহ্” পড়তে পারবো না দরকার নেই আমার এমন সংগঠনে থাকার।আমি একজন মোসলমান তাই আমার কাছে দলের চেয়ে ধর্ম বড়।আমার কোন দুঃখ নেই পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য,এমন সংগঠন আমি করতে চাই না।
গত (১৭ আগস্ট) উপজেলার ১নং শাহগোলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে স্বেচ্ছা পদত্যাগ করেন।পরবর্তীতে উনার সাথে কথা মুঠোফোনে কথা বলা হলে উনি বলেন, যে সংগঠন করে ইসলামের পক্ষে কথা বলা যাবে না সেই সংগঠন করার চেয়ে না করে দূরে থাকায় ভালো।তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি দলীয় পদপদবী থেকে।তিনি আরও বলেন,আমার বাপ দাদাদের কাছ থেকে গল্প শুনেছি সাঈদী সাহেব রাজাকার ছিলেন না।উনি ধর্ম প্রচারক।
এ বিষয় নিয়ে আত্রাই উপজেলা ছাত্রলীগের সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম-সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরূপ,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ ও মোহাম্মদ আলী এই কাজ করেছে।তারা ফটোশপের সহযোগিতায় এডিট করে জেলা ছাত্রলীগের নেতাদের কাছে পাঠিয়েছে।আমি জেলা ছাত্রলীগের নেতাদের বলছি,আপনাদের উচিৎ ছিলো যাচাই-বাছাই করে এমন সিদ্ধান্ত নেওয়া।
Leave a Reply