মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১২ বিঘা টু বাঁকা ব্রীজ নামক স্থানের মাঝমাঝি জায়গায় গতকাল ১৬ অক্টোবর একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়।
জানাযায়,উপজেলার পতিসর বাজার থেকে সাত লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই ভাইয়ের ‘ছিনতাইয়ের’ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও প্রাথমিক তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় ঘটনাটিকে ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
ভুক্তভোগী মোহাম্মদ সজীব ও তার ভাই সবুজ জানান,গতকাল মাগরিবের নামাজের পর পতিসর বাজার থেকে ৭ লক্ষ টাকা সংগ্রহ করে আরটিআর মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। তারা দাবি করেন, রাত আনুমানিক ৮টার দিকে বাঁকা ব্রীজের নিকট পৌঁছালে চারটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের ধাওয়া করে এবং টাকাগুলো ছিনিয়ে নেয়।
তবে, ঘটনার সময় ও স্থান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ জানায়, বাজার থেকে ঘটনাস্থল পর্যন্ত সময় লাগে মাত্র ১০-১৫ মিনিট, অথচ দুই ভাই দেড় ঘণ্টা পর সেখানে পৌঁছান বলে দাবি করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
আচরণে অনুশোচনার অভাব, নেই আঘাতের চিহ্ন
অভিযোগ অনুযায়ী এত বড় অঙ্কের টাকা ছিনতাই হলেও দুই ভাইয়ের শরীরে কোনো আঘাত বা মারধরের চিহ্ন পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তারা জানায়, “ডাকাতেরা আমাদের লাথি মেরে ফেলে দিয়েছে”, কিন্তু সেটিরও দৃশ্যমান প্রমাণ নেই।
ঋণগ্রস্ততার পটভূমি ও স্থানীয় সন্দেহ
ভুক্তভোগীদের নিজ এলাকায় অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত বিভিন্নজনের কাছে ঋণগ্রস্ত ছিলেন এবং একই দিন অনেক পাওনাদার টাকা চাইতে এসেছিলেন। প্রতিবেশীরা জানান, ঘটনার দিনই তাদের এক পাওনাদার, যাঁর বাড়ি ঘটনাস্থলের খুব কাছেই, কোনো চিৎকার বা ডাকাতির শব্দ শুনেননি। তিনি বলেন, “আমি এমন কিছু শুনিও নাই, দেখিও নাই।”
স্থানীয়দের মতে, হয়তো পাওনাদারদের চাপ এড়াতে তারা নিজেরাই ছিনতাইয়ের নাটক সাজিয়ে থাকতে পারেন। ঘটনার সময় এলাকায় জামায়াতে ইসলামি সংশ্লিষ্টতা থাকার অভিযোগও উত্থাপন করেছেন ভিকটিমের এক আত্মীয়, তবে তার সাথে এই ঘটনার সম্পর্ক রয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তদন্ত চলছে, সন্দেহ বাড়ছে
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত এখনো চলমান। তবে দুই ভাইয়ের আচরণ, সময়ের হিসাব, আঘাতের অনুপস্থিতি ও ভিন্ন ভিন্ন বক্তব্য এই ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করেছে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান জানায়, “তাদের বক্তব্যে অসামঞ্জস্য রয়েছে। তারা বলেছে মোটরসাইকেল খারাপ ছিল, তাই ডাকাতদের দেখে দ্রুত পালাতে পারেনি। কিন্তু তারপরও ঘটনাস্থলে পৌঁছাতে তাদের দেড় ঘণ্টা সময় লেগেছে – বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
সত্যিই কি ছিনতাই হয়েছে, নাকি এটি একটি সাজানো ঘটনা – প্রশ্ন এখন জনমনে।
Leave a Reply