মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: আশুলিয়ায় কিছুতেই থামছে না মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম।তাদের লাগাম টেনে ধরতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রশাসন। এটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে কয়েক লক্ষ মানুষের বসবাস তাই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে কিংবা দোষীদের আইনের আওতায় আনতে একটু হিমসিম খেতে হয় প্রশাসনকে।
তারপরও শত বাঁধা উপেক্ষা করে শত জটিলতা শৃঙ্খল ভঙ্গ করে সারাদেশের ন্যায় আশুলিয়াকে মাদকমুক্ত করতে মাঠে কাজ করে যাচ্ছে আশুলিয়া থানা পুলিশের সদস্যরা।প্রায় প্রতিদিনই আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে কৌশলে মাদক ব্যবসায়ীদের আটক করছে পুলিশ।
তারই ধারাবাহিকতায় আজ ১০ জানুয়ারি ২৪ ইং, রোজ বুধবার আশুলিয়ার সুবন্দি এলাকায় এসআই সোহেল মোল্লার নেতৃত্বে “লালু দেওয়ান হাইস্কুল” সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন,(০১) মোঃ মানছুর রহমান (৩৩),পিতা মোঃ কান্দু মিয়া, মাতা- মোসাঃ মানিয়া আক্তার, সাং- পূর্বা সুগন্ধি বিজয় নগর, আশুলিয়া, ঢাকা।(০২)মোঃ জানু হোসেন (২৭),পিতা: তজিমুদ্দিন বেপরী মাতা- মোসাঃ জীবন নেছা,সাং সুগন্ধি বিজয় নগর,আশুলিয়া,ঢাকা।
এ বিষয়ে এসআই সোহেল মোল্লা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে,দ্রুত তাদের আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply