এইচ এম সৌরভঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য হলেন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা ছাত্রলীগ এর সভাপতি সায়মন সরকার।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের এই নেতা। এর আগে ২৭ এপ্রিল ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগ এর একটি প্যাডে আগামী এক বছরের জন্য এ সদস্য পদের অনুমোদন দেওয়া হয়।
এব্যাপারে নবনির্বাচিত বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও কাশিমপুর থানা ছাত্রলীগ সভাপতি সায়মন সরকার বলেন, আমি এর আগেও গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলাম এবং বর্তমানে কাশিমপুর থানা ছাত্রলীগ এর সভাপতি পদে দ্বায়িত্ব পালন করছি। নতুন করে বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় সত্যিই আনন্দিত এবং আবেগাপ্লুত। এজন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও লেখক ভট্টাচার্য দাদার প্রতি। তিনি আরও বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ এর রাজনীতিতে যোগদান করেছি। সারাজীবন বংঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশের মানুষের জন্য রাজনীতি করে যেতে চাই এবং জনগনের পাশে থাকতে চাই।
Leave a Reply