সাভার প্রতিনিধি :
জনগণ বিএনপির সাথে নেই, জনগন তাদের ডাকে সাড়া দিবেনা। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর আসবেনা এটি সাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. মো. কামরুল ইসলাম এমপি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভারের ভাকুর্তা ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং আমরা জনগণকে সাথে নিয়ে তাদের সকল অপকর্ম প্রতিহত করবো। বিএনপির নির্বাচনে আসা না আসা তাদের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় এখানে আমাদের কিছু করার নেই। জনগন যদি নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাররা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দেশে অনেক দল আছে তাদের নিয়েই নির্বাচন হবে এতে বিএনপির আসা না আসায় কিছু আসে যায়না।
তিনি আরো বলেন, তত্তাবধায়ক সরকার নিয়ে বিএনপির দাবী মানার কোন প্রশ্নই আসেনা এটি সাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে। সংবিধানের বাইরে একচুলও যাবার সুযোগ নেই। সংবিধান সম্মতভাবেই নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং নির্বাচনের পরে যেই দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে ক্ষমতা সাংবিধানিক ভাবে তাদের কাছে হস্তান্তর করা হবে।
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ রয়েছে কিনা সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন আমরা কোন চাপ অনুভব করছি না জনগণ আমাদের সাথে রয়েছে।
এরআগে নিজ সংসদীয় আসন ঢাকা-৩ এর আওতাধীন সাভারের ভাকুর্তা ইউনিয়নবাসীর সাথে মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত জনসাধারণের নানান প্রশ্নের উত্তর দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,ভাকুর্তা ৭ নং ইউপি সদস্য জাকির হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply