সাভার প্রতিনিধি : ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের পথ সভাগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ঈগল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থীর সাভার পৌরসভায় ও সাভার সদর ইউনিয়নে এ পথসভা করেছে ।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা ওয়াজ আলী মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে পথসভায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাভার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা বলেন, নৌকার প্রার্থী ও সমর্থকরা ভোট চুরির ফন্দি খুঁজছেন। তারা জানেন জনগণ তাদেরকে ভোট দিবেন না এ ভয়ে এ পথ খুঁজছে। গত দশ বছর আমরা যারা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী ছিলাম তাদের কোনঠাসা করে রাখা হয়েছিলো। আজ আমরা এই ঈগলের মাঝেই আমাদের মুক্তি দেখতে পেয়েছি। তাই আমি সকলকে বলতে চাই আমাদের ঘরের ছেলে, আমাদের সকলের প্রিয়জন মুরাদ জংকে আপনারা ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাদের মুক্তির পথ আরো সুগম করবেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন নৌকার কর্মীরা ও সমর্থকরা আমার স্বতন্ত্র কর্মী ও সমর্থকের ওপর হামলা ও ভোটারদের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে ৭ তারিখে তারা সব ভোট ছিনিয়ে নিবে। আমি তাদের বলতে চাই তোমরা আইয়োও আমরা সবাই প্রস্তুত আছি। মুরাদ জং সাভারে ভাইসা আসেনাই। মুরাদ জং লাল মাটির পোলা। আমরা যেমন ভালোবাসতে পারি তেমনি নিজেদের অধিকার আদায়ে পাথরের মতো কঠোরও হতে পারি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ আলী হায়দার, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, আশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মাদবর, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া এবং সাভার ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন প্রমুখ।
Leave a Reply