সাভার প্রতিনিধি : সাভারের ইয়ারপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুমন আহমেদ ভূইয়াকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন মুসার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী সুমন আহমেদ ভূইয়া। নিজ কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তাকে ও তার কর্মীদের প্রচারণায় সৃষ্টি করা হয় নানা রকমের প্রতিবন্ধকতা। ছেড়া হচ্ছে পোস্টার। আওয়ামী লীগ প্রার্থী মোশারফ হোসেন মুসার নির্বাচনী প্রচার ক্যাম্পে নিজেরা আগুন লাগিয়ে আমাকে ফাঁসিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে বলেও তথ্য রয়েছে আমার কাছে। তারা আমাকে যেকোনোভাবে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জাতে শেষ পর্যন্ত টিকে থাকতে না পারি সেজন্য সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমার বিরুদ্ধে সবসময়ই অপপ্রচার এবং নানারকম হয়রানি মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে মোশারফ হোসেন মুসা ও তার কর্মীরা।
প্রতিকার চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত দরখাস্ত দিয়েছি,আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও মৌখিক অভিযোগ দিয়েছি,কিন্তু কোন দৃশ্যমান ব্যবস্থা প্রতীয়মান হয়নি।
তারা প্রচার করছে আগামী ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট কেটে নিবেন। একটি ভোট তাদের বাক্সে পরলেও তারা প্রশাসন দিয়ে নৌকার বিজয় ডিক্লেয়ার করিয়ে নিবেন। নির্বাচন বানচালের মাধ্যমে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়ার লক্ষ্যে তারা জামায়াত বিএনপির সাথে আতাত ছাড়াও সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী সুমন আহমেদ ভূইয়া উপস্থিত গণমাধ্যম কর্মী,প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনে যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ জানান। এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী হয়ে ইয়ারপুর ইউপি’র সাধারণ মানুষের সেবা করার প্রত্যাশার কথাও জানান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগানিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সুমন আহমেদ ভূইয়া।
Leave a Reply