সাভার প্রতিনিধি :সাভারের খাগান এলাকার ছায়াকুঞ্জ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (০৬ নভেম্বর) বিকেলে খাগান এলাকার রেফারি লিজনের ইন্দনে এ ঘটনা ঘটে বলে জানান রকিবুল ও প্রত্যক্ষদর্শীরা । আহতদের মধ্যে শাহাদাত হোসেন (২৩)রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন যুবায়েদ হোসেন (১৭) মাথায় ১০ টি সেলাই নিয়ে গুরুতর আহত হয়ে জিনজিরা এলাকায় তার ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও আরিফ হোসেন, শাকিল হোসেন, শাহীন সহ আরো বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে ।
ন্যাক্কারজনক এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও খাগান সিটি ইউনিভার্সিটির ছাত্র শাহেদ ঘটনার হোতাদের মধ্যে অন্যতম একজন অভিযুক্ত রাব্বিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগী যুবায়েদ জানান, রেফারির সিদ্ধান্ত নিয়ে ভুল বুঝাবুঝির জেরে মূলত ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে খেলার কমিটির লোকজন এবং রেফারি মিলে আহতদের উপর হাতুরি, জিআই পাইপ সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়, ফলে একজনের মাথায় ১০ টি সেলাই অন্যজনের মাথায় গুরুতর আঘাত নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি যে বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে তা হলো কমিটির লোকজন যেখানে বিশৃঙ্খলা ঠেকানোর কথা সেখানে খেলা পরিচালনা করার জন্য গঠিত কমিটির লোকজন’ই খেলোয়াড়দের উপর অতর্কিত হামলা করে আহত করার ঘটনা ঘটায়। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এলাকাবাসীসহ ভুক্তভোগীরা আহ্বান জানিয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ভবিষ্যতে ক্রীড়া ক্রীড়ামোদীদের খেলাধুলার ব্যাপারে নিরুৎসাহিত করবে বলেও মন্তব্য ভুক্তভোগী খেলোয়ারদের।
Leave a Reply