1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জমে উঠেছে রাতোয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়? আত্রাই পৌষসংক্রান্তি মেলায় লটারির টিকিট বিক্রি করে “ড্র” না দিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে উধাও বিএনপি নেতা রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার পাইকগাছায় জলমহালে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা ডাবলুর ভাই কারাগারে রাণীনগর প্রবাসীকে পিটিয়ে যুবদল নেতার ২ লক্ষ টাকা চাঁদা আদায় নিত্যপণ্যের দাম কমানোর দাবী জানিয়ে আশুলিয়ায় সমাবেশ আইএফআইসি ব্যাংক বসুন্ধরা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আশুলিয়ায় চাঁদা না পেয়ে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার -০৩ আত্রাই আ.লীগের নেতাকর্মীদের নিয়ে তারুণ্য উৎসব কর্মশালা পালন করলো ”ইউএনও”

সাভার সরকারী হাসপাতালে রোগীর তুলনায় শয্যা অপর্যাপ্ত ; ২৫০ শয্যার দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

সাভার প্রতিনিধি : প্রতিদিন’ই বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন অসংখ্য রোগী। কর্তৃপক্ষের আন্তরিকতা থাকলেও শয্যার অভাবে সকল রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। তাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে ‘৯৫ বন্ধু আড্ডা’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাধারণ জনগোষ্ঠী ছাড়াও বিভিন্ন শ্রেনি পেশার সাধারন মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন , সাভারে ৭০ লক্ষাধিক লোকের বসবাস হলেও সরকারি চিকিৎসাসেবার জন্য রয়েছে ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। প্রতিদিন শত শত রোগী আসে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে। কিন্তু জায়গা বা সুযোগ না পেয়ে তাদের চলে যেতে হয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে। দেশের প্রতিটি জনগনের সরকারি চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে। আমরা যারা সাভারবাসী তাদেরও এই অধিকার রয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা সেবা পাওয়ার । কিন্তু দীর্ঘদিন যাবত এই হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি না পাওয়া এবং শতভাগ আধুনিক যন্ত্রপাতি না থাকায় অনেক রোগী এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয় সাংবাদিক সঞ্জীব কুমার সাহা বলেন, সাভার সরকারী হাসপাতালে সাভারসহ আশপাশের জেলা থেকেও রোগী আসে চিকিৎসা নিতে। কিন্তু ৫০ শয্যার এ হাসপাতালটিতে বেড না পেয়ে গরীব অসহায় অনেক রোগীকে ফিরে যেতে হয় বিনা চিকিৎসায়। তাই এই সরকারী হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নতি করার দাবী জানাচ্ছি।

মানববন্ধনে অংশ নেয়া বেশ কয়েকজন জানান, ৫০শয্যার এ হাসপাতালটিতে চিকিৎসা সেবার সীমাবদ্ধতা থাকায় সাধারন রোগীরা সকল চিকিৎসা সেবা পাননা। গর্ভবর্তী নারীরা ডেলিভারীর জন্য সরকারী এই হাসপাতালে আসলে সিজারিয়ানের জন্য অনেক প্রতিবন্ধকতায় পরতে হয়। অফিস সময়ের পর থাকে না ডাক্তার, পাওয়া যায়না বেড। তাই বৃহৎজনগোষ্টির স্বার্থে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২৫০শয্যায় উন্নিত করার জোর দাবী জানান তারা।

মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্য ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান ও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদার কাছে একটি স্বারকলিপি দেওয়া হয়।

২৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও স্মারকলিপি প্রধানের বিষয়ে জানতে চাইলে ডা. সায়মুল হুদা বলেন, স্থানীয়দের এই দাবিটি শতভাগ যৌক্তিক। সাভারের অর্ধ কুটিরও বেশি জনগোষ্ঠীর জন্য ৫০ টা বিশিষ্ট এই হাসপাতালটি যথেষ্ট নয়। আমাদের আন্তরিকতা থাকা সত্ত্বেও আমরা সবাইকে চিকিৎসা দিতে পারিনা। আমি মানববন্ধনকারীদের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেছি। এটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাবো। এ সময় ডা. সায়মুল হুদা কালবেলাকে বলেন বর্তমান সরকার দেশের সাধারণ দরিদ্র জনগোষ্ঠী সহ সকল শ্রেণীর নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিতে শতভাগ আন্তরিক এবং সেই লক্ষ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :