1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৩ বছরের শিশু ধর্ষনের শিকার,ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ আত্রাই প্রধান শিক্ষিকার লাগামহীন দুর্নীতি,ধ্বংসের দ্বারপ্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার নওগাঁ জামিন নিতে গিয়ে বিএনপি’র ০৯ নেতাকর্মীকে শ্রীঘরে পাঠালো আদালত সাভারবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা নূর মাসুদ মোল্লা অসহায় দরিদ্রদের মুখে হাসি ফুটাচ্ছে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের এক মিনিটের ঈদ বাজার বামনী খাল পুনঃখনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু কৃষক কে বাড়ী থেকে চৌকিদার দিয়ে ডেকে নিয়ে মাস্তান দিয়ে পিটালেন ইউপি চেয়ারম্যান কাশিমপুর থানা পুলিশের সোর্চ ও উকিল পরিচয়দানকারী বাবুর অপকর্মে শেষ কোথায়? আত্রাই দারোয়ান সবুজের কাছে জিম্মি মাদ্রাসা কমিটি, সুপার এর স্বেচ্ছাচারীতা

অধ্যক্ষের সেচ্ছাচারিতায় বেতন মিলছেনা সাভার সরকারি কলেজের ৩৯ শিক্ষকের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

সাভার প্রতিনিধি : অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় বছরব্যাপী বেতন ভাতা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাভার সরকারি কলেজের ৩৯ জন শিক্ষক-শিক্ষিকা। ফলে মানবেতর জীবনযাপন করছেন মানুষ গড়ার এই কারীগররা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে বেতন-ভাতার দাবিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমাদের কলেজে ১১২ জন শিক্ষক আছেন। গত ২০১৮ সালের ৮ আগস্ট সাভার কলেজ সরকারিকরণ ঘোষণা করা হয়। পরে ১৬ আগস্ট ২০২২ সালে ৫৬ জন শিক্ষকের এডহক নিয়োগ চলে আসে। এরপর থেকে আমাদের সবার বেতন বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষকরা কলেজ অধ্যক্ষের সাথে দেখা করে ও অধ্যক্ষ শিক্ষকদের বেতন দেওয়ার আশ্বাস দেন। পরে আমরা সবাই নিয়মিত কলেজের কার্যক্রমে অংশগ্রহণ করি। কিন্তু দীর্ঘ ১০ মাস বেতন না পেয়ে আবারও অধক্ষের কাছে যান শিক্ষকরা। কিন্তু তিনি বলেন বেতন দেওয়া সম্ভব নয়। আজ ১২ মাস বেতন না পেয়ে সংবাদ সম্মেলন বেতনের দাবি জানান শিক্ষকরা।
মার্কেটিং বিভাগের প্রভাষক মো: মাসুদ রানা বলেন, আমাদের অধ্যক্ষ মহদয় চাইলে ৩৯ জন শিক্ষকের বেতনের ব্যবস্থা করতে পারেন। কিন্তু তার অবহেলার কারণে আমরা ও আমাদের পরিবার আজ মানবেতর জীবনযাপন করছে। আমাদের এই ন্যায্য দাবি বাস্তবায়ন না করা হলে আমরা আমরণ অনশন সহ আরও কঠিন কর্মসূচি গ্রহণ করব।

রসায়ন বিভাগের প্রভাষক শিরোতাজ বেগম বলেন, আমরা ৩৯ জন শিক্ষক ও তাদের পরিবারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এখন অসহায়। আজ ১২ মাস যাবৎ কোনো বেতন ভাতা নেই। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের দারস্থ হলে তারাও আমাদের কলেজে এসে অধ্যক্ষের সাথে আমাদের ব্যাপারে কথা বলেছেন এবং কলেজ ফান্ড থেকে সমন্বয় করে আমাদের বেতন পরিশোধ করতে বলেন কিন্তু এতেও আমাদের অধ্যক্ষ স্যার বিষয়টির সমাধান না করে আমাদের বেতন দিতে অস্বীকৃতি জানান। এ কারনে এখন আমরা আমাদের পরিবার চালাতে পারছি না।

ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো: আরিফুর রহমান বলেন, আমরা আজ এক বছর যাবত কোন ধরনের বেতন ভাতা পাচ্ছি না, এর মাঝে দুটো ঈদ গেলো তখনও কোন ধরনের আর্থিক ভাতা আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের যতটুকু সঞ্চয় ছিলো সেটি দিয়েই এতদিন যাবত পরিবার নিয়ে কোন রকমে জীবন ধারণ করছি। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের সামনে আর কোন পথ খোলা নেই এখন যদি আমাদের বেতন ভাতা অতিদ্রুত বাস্তবতায়ন না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ডক্টর জুয়েল হোসেন দেওয়ান বলেন আমাদের সাথে যা ঘটছে তা অমানবিক। মাননীয় প্রধানমন্ত্রীর সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের নিকট আমার আবেদন আমাদের অধিকার ফিরিয়ে দেয়া হোক।

আইসিটি বিভাগের প্রভাষক মো:আমিনুল ইসলাম বলেন, অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারনে আমাদের পথে বসার উপক্রম হয়েছে। আমরা এর প্রতিকার চাই।

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইমরুল হাসান কালবেলাকে বলেন, কলেজটি সরকারিকরণের আগে এই শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের থেকে যে টিউশন ফি পেত সেটা দিয়ে তাদের বেতন দেওয়া হতো। এখন সরকারি হয়ে যাওয়ার পর যে ২০-৩০ টাকা শিক্ষার্থীরা টিউশন ফি দেয় তা সরকারের ট্রেজারিতে জমা করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের অনুরোধের পরেও কলেজ ফান্ড থেকে বেতনের ব্যবস্থা না করার অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি বাস্তবায়ন করতে হলে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ের প্রয়োজন সে জন্য আমি দুইমাস পূর্বে কলেজে উপাধ্যক্ষকে বলেছি কিন্তু এখনো সেটি তিনি করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :