সাভার (ঢাকা)প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় দেশের বিভিন্ন শিল্প কলকারখানায় ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।
এসময় ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, আপনাদের অনেক যৌক্তিক দাবি আছে আমরা গতকালকেও বিজিএমইএতে গিয়েছিলাম সেখানে শত শত কারখানা মালিক পক্ষের লোকজন ছিল, আপনাদের শ্রমিক ফেডারেশনের বড় বড় নেতৃবৃন্দ ছিল এছাড়া ব্যবসায়িক নেতা, সেনাবাহিনীর কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা সবাই মিলে আলোচনা করেছি। আপনারা জানেন নতুন একটা সরকার এসেছে এখন দাবী আদায়ের হিরিক পরেছে তাদের দাবীগুলো এখনই আদায় করতে হবে, আজকেই আদায় করতে হবে এটা কি হয়। একটা মালিক ইচ্ছা করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাইলেই ৭দিনের মধ্যে দিয়ে দিতে পারবে? আমি বিনিতভাবে যে কথাটা বলতে চাই শ্রমিকদলের নেতৃত্বরা সতর্ক থাকবো। এইযে গার্মেন্টস ভাঙচুর হচ্ছে আর দোষ দিচ্ছেন বিএনপির নামে। সুযোগ বুঝে পত্রিকায়ও আমাদের নাম দিয়ে দিচ্ছে,এটা আর আজকে থেকে হবেনা। আমরা বিএনপির নেতৃবৃন্দ যারা আছি তারা ঐক্যবদ্ধভাবে গার্মেন্টসকে পাহারা দিব। এবং কোন গার্মেন্টসে যেন বিশৃঙ্খলা না হয় ভাঙচুর না হয় সেটার দায়িত্ব আজ থেকে আমরা নিলাম,আমি নিলাম। আমরা সকলের সহযোগিতা চাই আপনাদের দাবি-দাওয়া নিয়ে আসেন আমি আশুলিয়ায় থাকব যেগুলা আপনাদের যৌক্তিক দাবি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু গার্মেন্টস ভাঙচুর করে গার্মেন্টস বন্ধ করে দিয়ে বিএনপির ঘাড়ে দোষ দিয়ে,মনে করবেন আওয়ামী লীগ দেশ ভালো চালাইছে সেই সুযোগ আর নাই।
আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আশুলিয়া থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেকের সঞ্চালনায় এসময় আর উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক,ঢাকা জেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ দ্বীন ইসলাম ও ঢাকা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা,সাভার থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
Leave a Reply