মোঃ সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি। নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৩ নং আহসানগঞ্জ ইউনিয়নের জাত আমরুল এলাকায় অদ্য ০৮ অক্টোবর বেলা ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ডিস্ট্রিবিউটর ও রিটেইলার মতবিনিময় কর্মশালা ২০২৪। উক্ত কর্মশালার আয়োজক ছিলেন স্টকিস্ট মেসার্স জাহানারা ট্রেডার্স, আত্রাই, নওগাঁ এর স্বত্বাধিকারী মোঃ নাহিদ ইসলাম বিপ্লব।
কৃষিতে সিনজেনটা এই স্লোগান কে সামনে রেখে কর্মশালার কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন মেসার্স জাহানারা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নাহিদ ইসলাম বিপ্লব। তিনি বলেন, কৃষি নির্ভর বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা আছি কৃষকদের পাশে। কৃষকরা যেন কম খরচে সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আরো বক্তব্য রাখেন, মোঃ হাফিজুর রহমান আরএসএম, সিনজেনটা, বগুড়া রিজিওন। তিনি রিটেইলার দের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কি পদ্ধতিতে কৃষি ক্ষেত্রে উন্নয়ন আনা সম্ভব। উক্ত কর্মশালায় দিক নির্দেশনামূলক উপস্থিত বক্তব্য প্রদান করেন, মোঃ আরিফুল ইসলাম এএসএম (সি.পি), মোঃ আমিনুল ইসলাম জেড এস এম (সি.পি),মোঃ আসাদুজ্জামান আর এস এম (সি.পি)। উপস্থিত ডিস্ট্রিবিউটর ও রিটেইলার গন ব্যবসায়ী এবং কৃষকদের বিভিন্ন সুবিধা- অসুবিধা এবং কিভাবে কম খরচে কৃষকরা সঠিকভাবে চাষাবাদ করে লাভবান হতে পারেন বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।
Leave a Reply