সোহেল রানা (নওগাঁ)প্রতিনিধি:নওগাঁ জেলার,আত্রাই উপজেলার নিকটস্থ ০৫ নং বিশা ইউনিয়নে ১ যুগের অধিক সময় ধরে আধিপত্য বিস্তার নিয়ে চলছে আসছে সংঘর্ষ।সরজমিনে যেয়ে জানাযায় বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা এবং সাবেক চেয়ারম্যান মান্নান মোল্লার সমথর্কদের মাঝে প্রতিনিয়ত চলে রক্তক্ষয়ী সংঘর্ষ।
এতে প্রাণহানি সহ পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই তারপরও তাদের আধিপত্য বিস্তারের এ সংঘর্ষ কিছুতেই থামছে না।
পূর্বের ন্যায় গত ১৯ ফেব্রুয়ারি সমসপাড়া বাজারে মান্নান মোলার সমর্থকরা হামলা করে বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সমর্থক মোঃ মজিদ (৩৯) এর ওপর।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।মামলার আসামীরা হলেন- ১. মোঃ আব্দুল মায়ান মোল্লা (৪৮) পিতা-মৃত আব্দুস সোবহান মোল্লা, সাং-সুদরানা। ২. মোঃ সুলতান প্রাং (৫০),৩. মোঃ মোস্তাফিজুর রহমান ভুট্টু (৪৫) উভয়ের পিতা মৃত খায়ের আলী,সাং ইসলামগাঁথী।৪.মোঃ খলিলুর রহমান (৪৫), পিতা মৃত আসকান আলী, সাং ইসলামগাঁথী।
৫. মোঃ ফারুখ হোসেন বলি (৪৪), পিতা মৃত গফুর মন্ডল, সাং উদয়পুর। ৬. মোঃ আবু সাঈদ (৪২) ,পিতা মৃত আবেদ আলী, ৭ মোঃ ইদ্রিস আলী, পিতা মৃত মরহুম আলী উভয়ের সাং হরিপুর। ৮. মোঃ আমিরুল ইসলাম (৪০), পিতা মৃত আব্দুর রহমান, সাং সুদরানা।৯. মোঃ শামীম হোসেন, পিতা মোঃ চাঁন ফকির, সাং সমসপাড়া।১০. মোঃ আরিফ ইসলাম (৪৬), পিতা মৃত সমজান, ১১. মোঃ আইয়ুব আলী (৫২), পিতা মৃত তাজেম আলী উভয়ের সাং খাসখামার।
১২. মোঃ আকরাম হোসেন (৩৫), পিতা মৃত হাসমত, সাং সমসপাড়া।১৩.মোঃ চাঁন মোল্লা, পিতা মৃত ছোবহান মোল্লা, সাং সুদরানা।১৪.মেঃ সোহেল শেখ (৪৭), পিতা মোঃ মোস্তফা, সাং ভাঙ্গাজাঙ্গাল।১৫. মোঃ রাহুল আক্তার রনি (৩০), পিতা মৃত হজরত আলী মীর,১৬. মোঃ রইচ উদ্দিন মিন্টু, পিতা মৃত ময়েজ উদ্দিন উভয়ের সাং সমসপাড়া।
১৭. মোঃ কামরুজ্জামান শিপন (৪৫), পিতা মৃত গোলাম মোস্তাফা, সাং বৈঠাখালী।
উক্ত মামলার বিষয় নিয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ এর সাথে মুঠোফোন কথা বলা হলে তিনি বলেন,উক্ত ঘটনায় ১৭ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।
আমরা আসামীদের খুঁজে পাচ্ছিনা।আরও বলেন তদন্ত চলছে, তদন্ত শেষে মামলার আসামীদের ধরে আদালতে সোপর্দন করা হবে।
ওসির এমন এলোমেলাে কথা আর আসামীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর জনমনে সৃষ্টি হয়েছে প্রচুর পরিমানে আতংক। ভুক্তভোগী পরিবারদের দাবি প্রশাসনের সঠিক ভূমিকা না থাকায় আসামীরা এভাবে ঘুরে বেড়ানোর সাহস পাচ্ছে আদালতে মামলা হওয়ার পরও।
Leave a Reply