বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় গতকাল (০৯ সেপ্টেম্বর) ছাত্রদল ও যুবদলের শান্তিপূর্ণ সমাবেশে হামলার অভিযোগ তুলেছেন থানা বিএনপির নেতাকর্মীদরা।এতে দুই পক্ষের অনেকেই হতাহত হয়েছে বলে ও জানাযায়।
এ বিষয় থানা যুবদলের একজন নেতা মুঠোফোনে বলেন, আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসাবে সমাবেশ সফল করার লক্ষ্যে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে একত্রিত হতে শুরু করি।আমাদের এই সমাবেশ সফল করার জন্য উপজোলার বিভিন্ন পাড়া-মহল্লায় থেকে শতশত মানুষ উক্তস্থানে উপস্থিত হতে শুরু করে।
আমাদের এই অনুষ্ঠান নস্যাৎ করতে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাবেক এমপি আলমগীর কবরি ও তার ভাই আনোয়ার হোসেন বুলু সহ তাদের ভাড়াটিয়ে কয়েকশত সশস্ত্র সন্ত্রাসীরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের লোকজনদের ওপর এলোপাতাড়ি হামলা শুরু করে আর এতে আমাদের অনেক লোকজন মারাত্মক রক্তাক্ত (আহত) হয়।তাদের এই হামলা আত্রাই উপজেলার সাধারণ মানুষ শক্ত হাতে প্রতিহত করে একটা পর্যায়ে তারা পিছু হেঁটে পালিয়ে যেতে বাধ্য হয়।
আমরা তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক বিচার দাবি করছি দলের সিনিয়র নেতাদের কাছে।তারা বিএনপির দুঃসময়ে মাঠে ছিলো না।তারা সুযোগ সন্ধানী এমন সুযোগ সন্ধানী লোকজনদের জন্য আমাদের শান্ত আত্রাই- রাণীনগর আবারও অশান্ত করার তারা পাঁয়তারা করছে।
আত্রাই উপজেলার ছাত্রদল,যুবদল ও বিএনপি’র নেতাকর্মীদের পক্ষে জেলা বিএনপির নেতাদের ও সংবাদ সম্মেলন করতে দেখা যায়।
Leave a Reply