মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:রক্তাক্ত জনপদ হিসাবে পরিচিত নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল (২৫ সেপ্টেম্বর) রোজ সোমবার আনুমানিক বিকেল ৩:৩০ মিনিটে পাঁচুপুর চৌরাস্তা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার আবুল হোসেন (৫২) আত্রাই উপজেলার নিকটস্থ বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস দ্বিমুখী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।সেই সাথে জিএমবি নেতা হিসাবে এলাকায় বেশ তার সু-পরিচিতি ও প্রভাব প্রতিপত্তি রয়েছে।বিগত সময় জামায়াত, বিএনপি’র শাসন আমলে সে সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের সহচর, ক্যাডার হিসাবে কাজ করতে ও এলাকা দাঁপিয়ে বেড়াতেন।তার বিরুদ্ধে অসহায় মানুষদের নির্যাতন চাঁদাবাজির নানা অভিযোগ ও রয়েছে।
তার পরিবারের তথ্য সূত্রে জানাযায়, আবুল হোসেন বিকেলে বিদ্যালয় ছুটির পর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।পাঁচুপুর চৌরাস্তা মোড় নামক এলাকায় পৌঁছা মাত্র পূর্বপরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা তার গতিরোধ করে।গতিরোধ করে প্রথমে তাকে বেধড়ক মারধর করে এবং দুই পায়ের গোড়ালি থেকে রগ কেটে দিয়ে চলে যায়।
পরবর্তীতে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দোলন আক্তার বলেন, শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধু একটু চামড়ার সঙ্গে লেগে আছে।তা ছাড়া প্রায় পুরো গোড়ালিই কাটে গিয়েছে।উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানার জন্য হামলার শিকার আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম এর মুঠোফোনে কল দেওয়া হলে তিনি অপরপ্রান্ত থেকে বলেন, স্কুল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।তিনি আরও বলেন,রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এর সঠিক চিকিৎসা না থাকায় গতকাল রাত্রি ৯:৩০ মিনিটে ঢাকা পুঙ্গ হাসপাতালে স্থানান্তর করেছে কর্তব্যরত চিকিৎসক’রা।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।’
Leave a Reply