মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টি আর হঠাৎ করে উজান থেকে ধেয়ে আসা অতিরিক্ত বন্যার পানির চাপ সহ্য করতে না পারার কারনে আজ (২৭ সেপ্টেম্বর) রোজ বুধবার আত্রাই উপজেলার নন্দনালী নামক স্থানে নদীর ভেরি বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গিয়েছে উপজেলার বেশ কয়েকটি অঞ্চল। এতে চড়ম ক্ষতির মুখে পড়েছে কৃষক ও মাছ চাষিরা।
এলাকাবাসীর সূত্রে জানাযায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নিকটস্থ নন্দনালী নামক স্থানে আনুমানিক সকাল ৯ ঘটিকায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে যায় ওই এলাকার কয়েকশত হেক্টর জমির ফসল। সেই সাথে এই এলাকার পুকুর,পুশকোনী প্লাবিত হয়ে ভেসে যায় লক্ষ লক্ষ টাকার মাছ।
খবর পেয়ে উক্তস্থানে দ্রুত ছুটে চলে যান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ।
এ বিষয়ে উনারা বলেন,কয়েকদিন যাবৎ বিরামহীন বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসার বন্যার পানির কারনে অতিরিক্ত চাপ পরে আত্রাই নদীর ওপর। এই বেগতিক চাপ সহ্য করতে না পেরে আজ হঠাৎ করে বাঁধটি ভেঙে যায়।এতে চরম ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষক, শ্রমিকরা ও মাছ চাষিরা।কি পরিমাণ ক্ষতি হয়েছে?এমন প্রশ্নের জবাবে উনারা বলেন, এটা আসলে অনুমান করে বলা সম্ভব নয়, তারপরও কয়েকশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা।আর পানি বন্দি হয়ে পড়েছে শতশত মানুষ।
Leave a Reply