নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ০৫ নং বিশা ইউনিয়নে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা পরাজিত হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন ( ট্রাক) মার্কার বিজয়ের সুবিধা ব্যবহার করে বিশা ইউনিয়নের বহুল আলোচিত গ্রুপিং রাজনীতি আবারও চরম উত্তেজনায় উঠেছে।
সোমবার ৭ জানুয়ারি, সকালে সমসপাড়া হাটে নৌকার কর্মী মোঃ সাদ্দাম হোসেনকে হত্যার উদ্দেশ্য হামলা করে গুরুতর আহত করে বিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মোল্লার সমর্থকরা।
আবার বেলা ১২ টার দিকে একই ইউনিয়নের বৈঠাখালী বাজারে নৌকার কর্মী ভ্যানচালক আব্দুল জলিলকেও সাবেক চেয়ারম্যান মান্নান মোল্লার সমর্থকরা বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত দুইজন’কে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।বিশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন খাঁন তোফা আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুরোধে একদম শেষ পর্যায়ে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেন।
অপরদিকে সাবেক চেয়ারম্যান মান্নান মোল্লা,(সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ) তাকে দেখা যায় নৌকার মিছিল মিটিং এবং নির্বাচনী প্রচার প্রচারণা করতে।নওগাঁ-০৬ আসনে নৌকা প্রতীক পরাজিত হওয়ার সাথে সাথে সে ডিগবাজি দিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের দিকে চলে যায় এবং নিজেকে ট্রাকের লোক বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো শুরু করে।
মান্নান মোল্লার নিমিষেই এমন ডিগবাজি মারা দেখে বিশা ইউনিয়নের সাধারণ লোকজন হতভম্ব! সেই সাথে এলাকার শান্তি প্রিয় মানুষরা বলেন, মান্নান মোল্লার এমন ডিগবাজি মারা কখনোই সুবিধা জনক বলে মনে হচ্ছে না।উনারা আরও বলেন নতুন এমপির (অ্যাডভোকেট ওমর ফারুক সুমন) এর নাম ভাঙ্গিয়ে যেন সে এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিক লক্ষ্য রাখতে হবে।
Leave a Reply