1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতা বুলু সাভারে ঈদ পুনর্মিলনী ও যুবদলের নতুন অফিস উদ্বোধন করলেন সাবেক সংসদ সালাউদ্দিন বাবু আত্রাই নারীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে হাত- পা বেঁধে নির্যাতন,যুবক মৃত্যু শয্যায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম ভোঁপাড়া’বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নূরুল ইসলাম সুজন মৃধা নওগাঁবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছন জাহিদুল ইসলাম ধলু আত্রাইবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ওসি শাহাবুদ্দিন ত্রিমুখী সংকটে দিশেহারা ট্যানারি খাত; ইমাম হোসাইন এদেশে আর আওয়ামী লীগের জায়গা হবে না ; অন্তর্বর্তী সরকারের বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন: আমান উল্লাহ আমান সাভার পৌরসভার এক মাত্র ইজারাকৃত হাটকে নিয়ে চলছে মহাচক্রান্ত

আত্রাই প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি হলেন সোহেল রানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি :নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন উপজেলার ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের ৪ নং আত্রাই ০৪ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সোহেল রানা (৩৯),পিতা মোঃ জাহিদুর রহমান জিহাদ (সাবেক ইউপি সদস্য)।তিনি ভর-তেঁতুলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা।

তিনি ২১ নভেম্বর ১৯৮৪ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।শিক্ষা জীবনে তিনি ভর-তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেন এবং আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে এসএসসি পাস করেন।এরপর নওগাঁ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন।পরবর্তীতে তিনি ২০১০ সালে নর্দান ইউনিভার্সিটি থেকে অর্নাস (ইংরেজী) কমপ্লিট করেন। পরিশেষে তিনি ২০১৯ সালে বাউবি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেন।তিনি ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।

আত্রাই উপজেলা প্রশাসন এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী জানায়, ২০২১ সালের ২৬ অক্টোবর থেকে সোহেল রানা ভোঁপাড়া ইউনিয়নের আত্রাই ০৪নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এখনো করে যাচ্ছেন।তার এই অর্জনে আমরা খুবই গর্বিত ও আনন্দিত।ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয়।

সোহেল রানা বলেন, আগামী দিনে আত্রাই ০৪ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাব। এ বিষয়ে তিনি গ্রামবাসীসহ এলাবাসীরর সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :