মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি :নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন উপজেলার ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের ৪ নং আত্রাই ০৪ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সোহেল রানা (৩৯),পিতা মোঃ জাহিদুর রহমান জিহাদ (সাবেক ইউপি সদস্য)।তিনি ভর-তেঁতুলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা।
তিনি ২১ নভেম্বর ১৯৮৪ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।শিক্ষা জীবনে তিনি ভর-তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেন এবং আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে এসএসসি পাস করেন।এরপর নওগাঁ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন।পরবর্তীতে তিনি ২০১০ সালে নর্দান ইউনিভার্সিটি থেকে অর্নাস (ইংরেজী) কমপ্লিট করেন। পরিশেষে তিনি ২০১৯ সালে বাউবি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেন।তিনি ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।
আত্রাই উপজেলা প্রশাসন এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী জানায়, ২০২১ সালের ২৬ অক্টোবর থেকে সোহেল রানা ভোঁপাড়া ইউনিয়নের আত্রাই ০৪নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এখনো করে যাচ্ছেন।তার এই অর্জনে আমরা খুবই গর্বিত ও আনন্দিত।ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয়।
সোহেল রানা বলেন, আগামী দিনে আত্রাই ০৪ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাব। এ বিষয়ে তিনি গ্রামবাসীসহ এলাবাসীরর সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply