মোঃ সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলার অন্তর্গত মনিয়ারী ইউনিয়নের দম দত্ত বাড়িয়া গ্রামে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপন ছেলের ভয়ে বাড়িতে প্রবেশ করতে পারছেন না মা, এমন তথ্যানুসন্ধানে জানা যায়, মোঃ রিপন প্রামানিক (৩৫) উক্ত গ্রামের মোঃ মোসলেম প্রামানিক (৭৫) ও লাইলী বেগম (৬৫) এর ছেলে। মাদকাসক্ত ছেলে রিপন এর সাথে কয়েক বছর আগে তার স্ত্রীর তালাক হয়ে যায়।
রিপন এর মা লাইলী বেগম বলেন, রিপন ঢাকায় থাকতো এবং মাঝে মাঝে বাড়িতে এসে আসবাবপত্র ভাঙচুর সহ বিভিন্ন ভাবে অশান্তি করতো। সে কয়েক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসে এবং তারপর থেকেই বিভিন্ন ধরনের অশান্তি লেগেই আছে। বিভিন্ন সময় নেশার জন্য টাকা চায় টাকা দিতে না চাইলেই শুরু হয় ভাঙচুর ও গালিগালাজ। তারই ধারাবাহিকতায় গত ০৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়া প্রবাসী ভাই মিলন প্রামানিক এর স্ত্রী শম্পা বেগম (২৮) এর সাথে মাদকাসক্ত রিপন বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এবং মার মুখী আচরণ করে ও ঘরের যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে। নিরুপায় হয়ে রিপনের ভাবি শম্পা বেগম তার বাবার বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি জানায় এবং তাকে উদ্ধার করার অনুরোধ করে। মেয়ের বিপদের কথা জানার পর শম্পা বেগমের আত্মীয়-স্বজন রা তাকে দমদত্ত বাড়িয়া থেকে বাবার বাড়িতে নিয়ে যায়।
তারপর থেকে মা লাইলী বেগম বাড়িতে প্রবেশ করতে পারছেন না। তাকে মারার জন্য দেশীয় অস্ত্র নিয়ে মাদকাসক্ত রিপন তাড়িয়ে বেড়াচ্ছে। বিষয়টি সম্পর্কে জনপ্রতিনিধি মনিয়ারী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হাসান কে জিজ্ঞেস করলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রিপনের তাণ্ডবে তার পরিবার এবং প্রতিবেশীরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। বেশ কয়েকবার গ্রাম্য সালিশ এর ব্যবস্থা করা হয় কিন্তু গ্রামের মাতব্বরদের রিপন অকথ্য ভাষায় গালিগালাজ সহ মেরে ফেলার হুমকি প্রদান করে। বিষয়টি আত্রাই থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে অবগত করা আছে। এমনকি রিপন এর মা লাইলী বেগম নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতেও কোন সমাধান হয়নি। বেড়েই চলেছে মাদকাসক্ত রিপনের তাণ্ডব।
রিপনের বড় ভাই মোঃ আব্দুল লতিফ বলেন, আমার বাড়িতে এসেও রিপন হুমকি-ধমকি দিচ্ছে । একই পাড়ায় বাড়ি হওয়াতে খুবই আতঙ্কে দিন কাটাচ্ছি। তাকে কেউ কোন কথা বললেই দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসে মারতে। এভাবে আর কতদিন, আইনের কাছে এর সমাধান চাই।
গ্রামবাসীদের মধ্যে অন্যান্যরা ও বলেন, আমরা সন্তান পরিজনদের নিয়ে খুব আতঙ্কে দিন কাটাচ্ছি যে কোন মুহূর্তে মাদকাসক্ত রিপন ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা। প্রশাসনের কাছে তাদের দাবি ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত সঠিক ব্যবস্থা নেয়া হোক।
Leave a Reply