মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলা আত্রাই উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ ভবনের পাশে ডাস্টবিনে মাথা নুইয়ে পড়ে আছে বাংলাদেশের জাতীয় পতাকা।পতাকা একটি জাতির মুক্তি ও স্বাধীনতার সর্বোচ্চ অহংকার।
কোনো জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় জাতীয় পতাকা। ঐতিহাসিক সমৃদ্ধ জনপদ বাংলাদেশেরও রয়েছে সার্বভৌমত্বের ধারক লাল-সবুজের সমুজ্জ্বল পতাকা।পাক-হানাদার বাহিনীদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহীদ ও ২ লাখ ৭৬ হাজার মা-বোনের সম্ভ্রমের প্রতীক হিসেবে নীল আকাশে অবিরাম উড়ে চলেছে জাতীয় পতাকা। ১৯৭১ সালের ০২ মার্চ যা প্রথম উত্তোলিত হয় দেশাত্মবোধের বাহক হিসেবে, স্বাধীনতা অর্জনের লক্ষ্য নিয়ে
শুধু তাই নয়,আমাদের প্রত্যাশা ও বাস্তবতা;পতাকা দেশান্তবোধ, জাতীয়তা বোধের অর্জিত চিহ্ন।গৌরবোজ্জ্বল সেই ইতিহাস বহনকারী পাতাকা আজ মাথা নুইয়ে পড়ে আছে ডাস্টবিনে।ছবিটি সসামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় বইতে শুরু করে সামাজিক মাধ্যমে।সেই সাথে ফেসবুক ব্যবহারকারীরা জানিয়েছে তাদের নানা মতামত।
ভিডিও’তে দেখা যায় আত্রাই উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ ভবনের পাশে ডাস্টবিনে পাতাকাটি পড়ে আছে।অনেকেই বলছেন এখানে প্রতিদিন মুক্তিযোদ্ধারা যাওয়া আসা করেন কিন্তু তারপরও কি তাদের কারো চোখে একটি বারের জন্যও কি এটি চোখে পড়লো না ইত্যাদি।
এ বিষয় নিয়ে কথা বলার জন্য আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডারের ফোনে একাধিক বার কল দেওয়া হলে ও তিনি রিসিভ করেননি।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় বইছে তীব্র নিন্দার ঝড়।
Leave a Reply