মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় পৌষসংক্রান্তি মেলায় রাফেল ড্র খেলার আয়োজন করে মেলা কমিটি।উক্ত খেলায় টিকিট বিক্রি কয়েকগুণ বেশি করতে বাঁকিতে একটি মোটরসাইকেল নিয়ে এসে শোআপ করে তারা।যা দেখে যুব সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষ হুমরি দিয়ে পড়ে টিকিট কাটতে।মাত্র কয়েক দিনে এলাকার হাটবাজার সহ বিভিন্ন গ্রামে গ্রামে এবং আশপাশের উপজেলায় ও মাইকিং করে তারা টিকিটি বিক্রি করে জনগণের মাঝ থেকে কৌশলে হাতিয়ে নেয় প্রায় ২০ লক্ষ টাকা।
মেলার তৃতীয় দিন (১৬ জানুয়ারি) খেলার ড্র করার কথা ছিলো এবং তা সরাসরি মেলা কমিটির নিজস্ব ফেসবুক পেইজ “Matir Ridoy” (পাপ্পু) এখান থেকে লাইভের মাধ্যমে জনগণকে দেখানোর কথা ছিলো।এই পেইজ থেকে সরাসরি দেখানো হবে এমন বার্তা পেয়ে এবং বিশ্বাস করে অনেকে বেশি বেশি টিকিট ক্রয় করেন।কিন্তু ক্রেতারা পরবর্তীতে জানতে পারে ঘটনাটি ছিলো তাদের সাজানো মানুষের বিশ্বাস অর্জন করার জন্য।
নির্দিষ্ট সময়ে (১৬ জানুয়ারি) জনগণ যখন স্টেজের কাছে এসে দেখেন খেলার রাফেল ড্র করার কোনো খবর নেই। তাদের জন্য সারাদিন অপেক্ষা করার পর জনগণ যখন জানতে পারে তাদের সাথে কৌশলে প্রতারণা করে তাদের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং তাদের টাকা পয়সা নিয়ে মেলা কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকলেই পালিয়ে গিয়েছে এমতাবস্থায় ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনগণ স্টেজ ভাঙচুর করে।
ঘটনাটি মুহূর্তে টপ অপ দ্যা টাউনে পরিণত হয় এলাকায় জুড়ে।খোঁজ নিয়ে দেখা যায় মেলা কমিটিতে সভাপতির ভূমিকায় ছিলেন আত্রাই উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ১.মো.রুহুল আমিন সোহাগ (মেম্বার),পিতা মৃত আলহাজ্ব জব্বার, সহ-সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন ২.মোঃ শহিদুল ইসলাম, পিতা মৃত শাহাদাত হোসেন,৩.ক্যাশিয়ার মোঃ আব্দুল মান্নান, পিতা মৃত মুজিবুর রহমান ৪.পরিচালনায় মোঃ বজলুর রশিদ পিতা মৃত বায়েজ আলী,৫.সেক্রেটারি শ্রী সুকোমল মালাকার পিতার হরা মালাকার।
উক্ত ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তে সত্যতা মিলে গেলে রুহুল আমিন সোহাগ,শহিদুল ইসলাম (জিএমবি) এবং আব্দুল মান্নান কে দল থেকে শোকজ করে উপজেলা বিএনপি।বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির একজন নেতা।উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয় কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোনো অন্যায় কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না।আর কারো অন্যায় অপকর্মের দায় দল নিবে না যারা অন্যায় অপকর্ম করবে উপরের নির্দেশ অনুসারে তথ্য প্রমাণ পাওয়া গেলো তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply