1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
অপারেশন ডেভিল হান্টে সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজীবের মামা সহ গ্রেফতার ১৩ বগুড়ার আতংক যুবলীগ নেতা হৃদয় ব্যাপারি ; ভোল পাল্টে যুবলীগ নেতা এখন বড় বিএনপি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানা কমিটি গঠন ধামরাইয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ছাত্র আন্দোলনে সংঘাতে জড়িত আবু হাওলাদারের বিরুদ্ধে অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগ দারুল ইহসান ট্রাস্টের ফয়জুল কবীর কমিটির কাজে স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে নওগাঁয় একজনকে জবাই করে হত্যা,গ্রেফতার-০৩ সাভারে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতের উষ্ণতা বিলিয়ে দিলেন ইউএনও সাবেক দুর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা.এনামুর রহমান গ্রেপ্তার নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড,বাড়ছে শীতের দৌরাত্ম্যে

আত্রাই লটারির টাকা আত্মসাৎ করায় বিএনপির ৩ নেতাকর্মী শোকজ,প্রতারক পাপ্পু কোথায়?

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় পৌষসংক্রান্তি মেলায় রাফেল ড্র খেলার আয়োজন করে মেলা কমিটি।উক্ত খেলায় টিকিট বিক্রি কয়েকগুণ বেশি করতে বাঁকিতে একটি মোটরসাইকেল নিয়ে এসে শোআপ করে তারা।যা দেখে যুব সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষ হুমরি দিয়ে পড়ে টিকিট কাটতে।মাত্র কয়েক দিনে এলাকার হাটবাজার সহ বিভিন্ন গ্রামে গ্রামে এবং আশপাশের উপজেলায় ও মাইকিং করে তারা টিকিটি বিক্রি করে জনগণের মাঝ থেকে কৌশলে হাতিয়ে নেয় প্রায় ২০ লক্ষ টাকা।

মেলার তৃতীয় দিন (১৬ জানুয়ারি) খেলার ড্র করার কথা ছিলো এবং তা সরাসরি মেলা কমিটির নিজস্ব ফেসবুক পেইজ “Matir Ridoy” (পাপ্পু) এখান থেকে লাইভের মাধ্যমে জনগণকে দেখানোর কথা ছিলো।এই পেইজ থেকে সরাসরি দেখানো হবে এমন বার্তা পেয়ে এবং বিশ্বাস করে অনেকে বেশি বেশি টিকিট ক্রয় করেন।কিন্তু ক্রেতারা পরবর্তীতে জানতে পারে ঘটনাটি ছিলো তাদের সাজানো মানুষের বিশ্বাস অর্জন করার জন্য।

নির্দিষ্ট সময়ে (১৬ জানুয়ারি) জনগণ যখন স্টেজের কাছে এসে দেখেন খেলার রাফেল ড্র করার কোনো খবর নেই। তাদের জন্য সারাদিন অপেক্ষা করার পর জনগণ যখন জানতে পারে তাদের সাথে কৌশলে প্রতারণা করে তাদের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং তাদের টাকা পয়সা নিয়ে মেলা কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকলেই পালিয়ে গিয়েছে এমতাবস্থায় ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনগণ স্টেজ ভাঙচুর করে।

ঘটনাটি মুহূর্তে টপ অপ দ্যা টাউনে পরিণত হয় এলাকায় জুড়ে।খোঁজ নিয়ে দেখা যায় মেলা কমিটিতে সভাপতির ভূমিকায় ছিলেন আত্রাই উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ১.মো.রুহুল আমিন সোহাগ (মেম্বার),পিতা মৃত আলহাজ্ব জব্বার, সহ-সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন ২.মোঃ শহিদুল ইসলাম, পিতা মৃত শাহাদাত হোসেন,৩.ক্যাশিয়ার মোঃ আব্দুল মান্নান, পিতা মৃত মুজিবুর রহমান ৪.পরিচালনায় মোঃ বজলুর রশিদ পিতা মৃত বায়েজ আলী,৫.সেক্রেটারি শ্রী সুকোমল মালাকার পিতার হরা মালাকার।

উক্ত ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তে সত্যতা মিলে গেলে রুহুল আমিন সোহাগ,শহিদুল ইসলাম (জিএমবি) এবং আব্দুল মান্নান কে দল থেকে শোকজ করে উপজেলা বিএনপি।বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির একজন নেতা।উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয় কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোনো অন্যায় কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না।আর কারো অন্যায় অপকর্মের দায় দল নিবে না যারা অন্যায় অপকর্ম করবে উপরের নির্দেশ অনুসারে তথ্য প্রমাণ পাওয়া গেলো তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :